বিসিবি এইচপি দল ঘোষণা

২৪ সদস্যের বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ১৬ সপ্তাহের ট্রেনিং ক্যাম্প হবে মিরপুর জাতীয় একাডেমিতে। এছাড়া ১৫ জন পেসারকে নিয়ে কক্সবাজারে হবে বিশেষ ট্রেনিং।
BCB logo

২৪ সদস্যের বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ২৮ মে থেকে শুরু হবে ট্রেনিং ক্যাম্প। চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। 

বুধবার বিজ্ঞপ্তি পাঠিয়ে এইচপি দল দেয় বিসিবি। দেশের ক্রিকেটের পাইপলাইনের এই ক্রিকেটারদের ১৬ সপ্তাহের দীর্ঘ ট্রেনিং ক্যাম্প শুরু হবে ২৮ মে। সেজন্য মিরপুরে একাডেমিতে সবাইকে ২৭ তারিখ রিপোর্ট করতে বলা হয়েছে।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে পারফরম্যান্স দেখিয়ে তাতে জায়গা করে  নিয়েছেন ফারদিন হাসান অনির মতো তরুণ। ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক নৈপুণ্য দেখানো মিজানুর রহমান, আব্দুল মজিদের মতো অভিজ্ঞরা। 

ঘরোয়া ক্রিকেটে এই মৌসুমে কোন ম্যাচ না পাওয়া লেগ স্পিনার জুবায়ের হোসেনকে রাখা হয়নি এইচপি দলে। এইচপি দলে লেগ স্পিনার হিসেবে আছেন মোহাম্মদ রিশাদ আহমেদ। 

২৪ জনের এইচপি দল:

টপ অর্ডার ব্যাটসম্যান

সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম শেখ, মিজানুর রহমান, ফারদিন হাসান অনি, রবিউল ইসলাম রবি, আব্দুল মজিদ

মিডল অর্ডার ব্যাটসম্যান

জাকির হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, তৌহিদ হৃদয়।

স্পিনার

মেহেদী হাসান, আসিফ হাসান, তানবীর ইসলাম, নাঈম হাসান, মোহাম্মদ রিশাদ আহমেদ।

পেসার 

কাজি অনিক ইসলাম, রবিউল হক,হাসান মাহমুদ,ইয়াসিন আরাফাত,সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী।

Comments