বিশেষায়িত পেস বোলিং ক্যাম্পে শরিফুল, হাসান, ইয়াসিন

জাতীয় দলের আশেপাশে থাকা পেসারদের ফিটনেস বাড়াতে হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে কক্সবাজারে বিশেষায়িত ট্রেনিং ক্যাম্প করছে বিসিবি। তাতে জায়গা হয়েছে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাতের মতো তরুণদের। আছেন জাতীয় দলে খেলা পাঁচ পেসার।
১৫ সদস্যের দলে আছেন জাতীয় দলে খেলা কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, আবুল হাসান, আবু জায়েদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
আরও পড়ুন- প্রাথমিক দলে চমকের নাম ইয়াসিন আরাফাত
ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে ২৩ মে থেকে কক্সবাজারে শুরু হবে বিশেষায়িত ফিটনেস ট্রেনিং ক্যাম্প। চলবে ১ জুন পর্যন্ত। পেসারদের ২২ মে দুপুর ১২টায় মিরপুর জাতীয় একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে।
কক্সবাজারে বিশেষায়িত ট্রেনিং ক্যাম্পে ডাক পাওয়া পেসাররা: আবু জায়েদ চৌধুরী রাহি, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, ইমরান আলি ইনাম, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফুদ্দিন, হোসেন আলি, আবু হায়দার রনি, ইয়াসিন আরাফাত, হাসান মাহমুদ, কাজি অনিক ইসলাম, রবিউল হক, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
Comments