খেলা

আফগানিস্তানের বিপক্ষে শক্ত চ্যালেঞ্জ দেখছেন মুশফিক

অচেনা মাঠে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে শক্ত চ্যালেঞ্জ দেখছেন মুশফিকুর রহিম। তবে আড়াই মাসের মধ্যে আবার টি-টোয়েন্টি সিরিজ খেলায় ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় ভরসা মুশফিক।
Musfiqur Rahim
মুশফিকুর রহিম, ছবি: ফিরোজ আহমেদ

অচেনা মাঠে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে শক্ত চ্যালেঞ্জ দেখছেন মুশফিকুর রহিম। তবে আড়াই মাসের মধ্যে আবার টি-টোয়েন্টি সিরিজ খেলায় ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন তিনি। 

বিসিএলের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান মুশফিক। সেই চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। রানিং চালিয়ে যাচ্ছেন। ১৩ মে থেকে ক্যাম্পে পুরদমেই যোগ দেবেন। বৃহস্পতিবার মিরপুরে এসে জানিয়েছেন আফগানিস্তান নিয়ে নিজের ভাবনার কথা।

টি-টোয়েন্টিতে আফগানিস্তান আছে ৮ নম্বরে। দুই ধাপ নিচে বাংলাদেশে অবস্থান দশে। ওয়ানডেতে শক্তিশালী হয়ে উঠা বাংলাদেশ সংক্ষিপ্ততম সংস্করণে বরাবরই অস্বস্তিতে ভোগে। তবে নিদহাস ট্রফিতে ভালো করে আসার পর ফরম্যাট নিয়ে আর অস্বস্তি নেই। তবে ভয় আছে প্রতিপক্ষ নিয়ে। বিশেষ করে আফগানদের বিশ্বমানের বোলিং আক্রমণ ভাবাচ্ছে বাংলাদেশকে, ‘সত্যি বলতে, টি-টোয়েন্টি ফরম্যাটের চেয়ে আফগানিস্তান দলটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আপনারা জেনেছেন, তামিমও বলেছে, ওদের অনেক বিশ্বমানের বোলার আছে। আইপিএলেও তারা অসাধারণ বোলিং করছে। ওদের বিপক্ষেই আমাদের খেলতে হবে।’

মুশফিক চ্যালেঞ্জ দেখছেন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে। ভারতকে হোম ভেন্যু বানিয়ে খেলায় সেখানেও তারা সুবিধা পাবে বল মত তার, ‘ওরা সর্বশেষ যখন এসেছিলো, তখন আমরা তাদের কাছে একটা ম্যাচ হেরেছি। সব দিক থেকেই মনে করি যে, আমরা চ্যালেঞ্জিং পজিশনে আছি। ওদের হোমগ্রাউন্ড, ওদের ভেন্যু, এটা ওদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ হবে।’

সব কিছু বিবেচনায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশই চাপে থাকবে বলে মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে ফিরে পাওয়া মুশফিক, ‘তা তো অবশ্যই (চাপে থাকা)। কারণ টি-টোয়েন্টিতে আফগানিস্তান অনেক ভয়ঙ্কর দল। ওরা এখন টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে। সামনে তারা টেস্ট খেলবে। ওয়ানডেতেও তারা খুব ভালো খেলছে। এবার তারা বিশ্বকাপের জন্যও কোয়ালিফাই করেছে। সুতরাং ওদের অনুকূলে সব কিছু থাকবে।’

তবে মুশফিককে আশা দেখাচ্ছে টি-টোয়েন্টিতে ঘন ঘন খেলার সুযোগ। নিদহাস কাপে ভালো করার রেশ থাকতেই আবার এই ফরম্যাটে নামা তার কাছে ইতিবাচক, ‘আমার মনে হয় ইতিবাচকই হবে। অনেক সময় দেখা যায় সিরিজে একটা টি-টোয়েন্টি খেললে, এরপর অনেক দীর্ঘ বিরতি হয়ে যায়। আড়াই মাস আগেই আমরা টি-টোয়েন্টি খেলেছি। সেই হিসেবে আমরা ব্যাক টু ব্যাক খেলছি।’

জুনের ৩, ৫ ও ৭ তারিখ ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। 

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

5h ago