‘রশিদ ধাঁধার’ সমাধানের খুঁজে মুশফিক
আফগানিস্তানের খেলতে গেলেই সবাইকে ভাবতে হয় রশিদ খানের কথা। এই লেগ স্পিনারের বল অনেকটা ধাঁধার মতো ঠেকে ব্যাটসম্যানদের কাছে। লেগ স্পিনারদের বিপক্ষে স্বচ্ছন্দে খেলার সুনাম নেই বাংলাদেশি ব্যাটসম্যানদের। এবার আফগানিস্তান সিরিজ সামনে রেখে রশিদ খানকে সামলাতে প্রস্তুত হচ্ছেন মুশফিকুর রহিম।
ভারতের দেরাদুনে জুনের ৩, ৫ ও ৭ তারিখ আফগানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম ভরসা মুশফিক। তাতে অবধারিতভাবেই উঠে এসেছে রশিদের নাম, ‘রশিদ খান তো একজন বিশ্বমানের বোলার। আইপিএলে এক ম্যাচ ছাড়া তার বিরুদ্ধে ছয় সাতের বেশি কোনো ওভারে কেউ নিতে পারেনি। আমাদের জন্য তাই চ্যালেঞ্জিং হবে। ব্যক্তিগতভাবে আমি কিছু কাজ করছি। কোন শট খেললে স্কোর করতে পারবো, তা নিয়ে কাজ করছি।’
কেবল একজনকে নিয়েই নয়, দল হিসেবে ভালো করতে দরকার আঁটসাঁট পরিকল্পনা। অনুধাবন মুশফিকের, ‘দল হিসেবে একটা ভালো পরিকল্পনা করতে হবে, তা যাতে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি। টি-টোয়েন্টি এমনও, যেখানে একজন বোলারকে দেখে খেলার সুযোগ নাই। অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে, যেখানে একটু ঝুঁকি নিয়ে হলেও যাতে রানটা আমি করতে পারি।’
রশিদের পাশাপাশি মুশফিকের ভাবনা অফ স্পিনার মুজিবুর রহমানকে নিয়েও। এই স্পিনারও সাম্প্রতিক সময়ে এসেছেন আলোচনায়। মূলত অফ স্পিনার হলেও মাঝে মাঝে লেগ স্পিন করতে দেখা যায় তাকে। এদের সামলেই ভালো করার প্রত্যয় মুশফিকের, ‘ওদের শুধু রশিদ খান না, মুজিবও নতুন বলে বল করে থাকে। আমাদের ওইভাবে পরিকল্পনা করতে এগোতে হবে। আশা করি আমরা পারবো। কারণ আমাদের উচ্চ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার আছে। তারা যদি ক্লিক করে তাহলে এটি খুব ভালো একটা সিরিজ হবে।’
Comments