সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে ৬ জনের প্রাণহানি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস আজ (১১ মে) সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালকসহ পাঁচজন ঘটনাস্থলে মারা যান।
গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হকের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, শেরপুর থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস শেরপুর-ময়মনসিংহ সড়কের কাকনি নামক স্থানে আজ দুপুর সোয়া তিনটার দিকে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হন বলে উল্লেখ করেন ওসি।
Comments