আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রথম দিন ভেসে গেল বৃষ্টিতে

ছবি: এএফপি

১১তম দেশ হিসেবে টেস্ট ক্রিকেট নামার সব আয়োজন সেরে রেখেছিল আইরিশরা। তবে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের প্রথম দিন ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় তাই উইলিয়াম পোটারফিল্ড,এড জয়েসদের অপেক্ষা বাড়ল আরও একদিন।

শুক্রবার ডাবলিনের ম্যালাহাইডে খেলা হওয়া দূরে থাক টস হওয়ার মতোও পরিস্থিতি তৈরি হয়নি।  আইরিশদের অভিষেক টেস্টটা নেমে দাঁড়াল চারদিনে।  ফলে ফলঅন নির্ধারিত হবে ১৫০ রানের ব্যবধানে।

টেস্টে দেশের অভিষেক দেখতে এসে হতাশ এক আইরিশ সমর্থক। ছবি: এএফপি
আয়ারল্যান্ডের ছেলেদের ১৮ বছর আগেই অবশ্য মেয়েরা টেস্ট খেলার স্বাদ পেয়েছে। ২০০০ সালে আইরিশ মেয়েদের অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষেই।

অভিজাত টেস্ট ক্লাবে নতুন হলেও আয়ারল্যান্ডের ক্রিকেট ঐতিহ্য অবশ্য বহু পুরনো। প্রায় আড়াইশ বছর আগেও সেদেশে ক্রিকেট খেলার ইতিহাস পাওয়া যায় তবে ১৯০১ সাল থেকে ৭০ বছর সেদেশে নিষিদ্ধ ছিল ক্রিকেট। ২০০৬ সালে ওয়ানডেতে অভিষেক হয় আয়ারল্যান্ডের। ২০১৭ সালে আফগানিস্তানের সঙ্গে একসঙ্গে টেস্ট মর্যাদা দেওয়া হয় আয়ারল্যান্ডকে। জুনের ১৪ তারিখ ভারতের বিপক্ষে আফগানদের অভিষেকের মাসখানেক আগেই সাদা পোশাকে নামছে আইরিশরা।

Comments

The Daily Star  | English

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

3h ago