গাজীপুর ও বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশনে সংকেত পাঠিয়েছে বঙ্গবন্ধু-১

দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু-১ সফলভাবে উৎক্ষেপণের পর গাজীপুরে ও বেতবুনিয়ায় এর গ্রাউন্ড স্টেশনে প্রাথমিক পরীক্ষামূলক সংকেত প্রেরণ করেছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই খবরটি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের গতিপথ। ছবি: স্পেসএক্স

দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু-১ সফলভাবে উৎক্ষেপণের পর গাজীপুরে ও বেতবুনিয়ায় এর গ্রাউন্ড স্টেশনে প্রাথমিক পরীক্ষামূলক সংকেত প্রেরণ করেছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই খবরটি নিশ্চিত করেছেন।

ফ্লোরিডার স্থানীয় সময় শুক্রবার বিকেলে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে যাত্রা করে বঙ্গবন্ধু-১। উৎক্ষেপণের প্রায় ৩৩ মিনিট পর স্যাটেলাইটটি ফ্যালকন ৯ রকেটের দ্বিতীয় অংশ থেকে আলাদা হয়ে জিওস্টেশনারি অরবিটের অভিমুখে এগিয়ে চলে। আর উৎক্ষেপণের পর ৩৬ মিনিটের মধ্যেই স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে চলে যায় বলে প্রতিমন্ত্রী পলক টেলিফোনে ইউএনবিকে জানান।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৬:২৫ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৪:২৫) বঙ্গবন্ধু-১ গাজীপুরে ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় গ্রাউন্ড স্টেশনে সংকেত প্রেরণ করে। কক্ষপথে এটি সুস্থির হতে আরও ১১ দিন সময় লাগবে।

প্রথম বছর বঙ্গবন্ধু-১ পরিচালনা করবে এর নির্মাণকারী প্রতিষ্ঠান থালেস এলিনিয়া স্পেস। বাংলাদেশিদের হাতে এর পরিপূর্ণ নিয়ন্ত্রণ আসতে তিন বছর সময় লাগবে। স্যাটেলাইটটি ১৫ বছর কর্মক্ষম থাকবে।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago