ইন্দোনেশিয়ায় ৩ চার্চে বোমা হামলায় ৯ জন নিহত

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় তিনটি চার্চে বোমা হামলায় অন্তত নয় জন নিহত বহু মানুষ আহত হয়েছেন। এর মধ্যে অন্তত এক জায়গায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ জানিয়েছে, প্রার্থনাকারীর ছদ্মবেশে চার্চে প্রবেশ করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
রোববারের প্রার্থনায় চার্চে সমবেতদের ওপর প্রথম হামলাটি হয় সান্টা মারিয়া রোমান ক্যাথলিক চার্চে। সেখানে বোমা হামলাকারীসহ মোট চার জন নিহত হন। এখানে আরও প্রায় ৪০ জন আহত হন যার মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন।
এখানে বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই আরও দুটি চার্চে বিস্ফোরণে চার জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর এখানকার একজন মারা যান।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি কারাগারে দাঙ্গা ও জিম্মি করা নিয়ে সংঘর্ষে ছয় জন পুলিশ কর্মকর্তাসহ নয় জন নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই আজ সকালে চার্চে হামলা হলো। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে।
২০০২ সালে বালি দ্বীপে আল-কায়েদা জঙ্গিদের বোমা হামলার পর থেকে ইন্দোনেশিয়ায় জঙ্গি দমন অভিযান অব্যাহত রয়েছে। ওই হামলায় মোট ২০২ জন নিহত হয়েছিলেন। গত কিছুদিন থেকেই দেশটিতে ইসলামি জঙ্গিরা ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।
Comments