কানের লাল গালিচায় ঐশ্বরিয়া-আরাধ্য

Aishwarya and Aaradhya at Cannes
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় বলিউডের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর শিশুকন্যা আরাধ্য। ছবি: ইনস্টাগ্রামের ভিডিও পোস্ট থেকে নেওয়া

মা দিবসে (১৩ মে) মা-মেয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই ভিডিওটি নেওয়া হয়েছে ফ্রান্সে চলমান কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা থেকে।

লাল গালিচায় মা ঐশ্বরিয়া ও তাঁর শিশুকন্যা আরাধ্যের এমন সমুজ্জ্বল উপস্থিতি চলচ্চিত্র-প্রেমীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। গত বছরও মেয়েকে কানের আসরে এসে গণমাধ্যমের দৃষ্টি কেড়েছিলেন ঐশ্বরিয়া। এবার তাঁর সেই শিশু কন্যকে নিয়ে লাল গালিচায় দাঁড়িয়ে প্রশংসা পান তিনি।

গত ১২ মে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যায় জলকন্যার রঙিন গাউনে। আরাধ্যের পড়নে ছিল সুন্দর লাল জামা। নাচের ভঙ্গিতে হাত ধরে মেয়েকে চারপাশে ঘুরিয়ে নেন তিনি। আর মেয়েকে সঙ্গে নিয়ে লাল গালিচায় উঠার সময় সব ক্যামেরার আলো জ্বলে উঠে তাঁদেরকে ঘিরে।

তথ্যসূত্র: ডেকান ক্রনিকল

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

3h ago