‘এই শহরটা আমার জন্য না’

সুমন ও সুমনের মা এই শহরে নতুন। এই শহরে একটি দামি প্রাইভেট ভার্সিটিতে বৃত্তি নিয়ে ভর্তি হন সুমন। কিন্তু আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না সে। ভার্সিটিতে তাই সবাই সুমনকে নিয়ে তামাশা করে। এদিকে অর্পা ভার্সিটিতে সুমনের পাশে দাঁড়ায়।
ei shohorta amar jonno na
অভিনয়তারকা মেহজাবীন চৌধুরী ও জোভান। ছবি: সংগৃহীত

সুমন ও সুমনের মা এই শহরে নতুন। এই শহরে একটি দামি প্রাইভেট ভার্সিটিতে বৃত্তি নিয়ে ভর্তি হন সুমন। কিন্তু আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না সে। ভার্সিটিতে তাই সবাই সুমনকে নিয়ে তামাশা করে। এদিকে অর্পা ভার্সিটিতে সুমনের পাশে দাঁড়ায়।

সুমনের মা সেলাই করে সংসার চালায়, অভাবে দিন কাটে তাঁদের। এদিকে আধুনিক হতে সুমন মায়ের কাছে আবদার করে বসে মোবাইল ফোন, বাইক ইত্যাদির।

ছেলের আবদার পূরণের জন্য মানুষের কাছে টাকা ধার ও সাহায্য চান সুমনের মা। শেষ পর্যন্ত এক অফিসে কাজের বুয়ার চাকরি নেন তিনি। নানান ঘটনার মুখোমুখি হয়ে সুমনের মা দুর্ঘটনায় মারা যান। মাকে হারিয়ে সুমন একা হয়ে পড়ে। সিদ্ধান্ত নেয় এই শহরে আর থাকবে না। বিশ্ব মা দিবস উপলক্ষে এমন গল্প নিয়েই তৈরি হয়েছে বিশেষ নাটক ‘এই শহরটা আমার জন্য না’।

জাকির হোসেন উজ্জ্বলের চিত্রনাট্য এবং রিদম খান শাহীনের গল্প ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, জোভান, শায়লা ইসলাম, আবদুর রহমান প্রমুখ। আরটিভিতে নাটকটি প্রচারিত হবে আজ (১৩) রাত ৮ টায়।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago