বিশ্বের ভয়াবহতম যানজট কি এখন বাংলাদেশে?

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত পাঁচ দিন থেকে যানজট লেগেই রয়েছে। এর মধ্যে গতকাল দেশের ব্যস্ততম এই মহাসড়কের সীতাকুন্ড থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১১৪ কিলোমিটার এলাকা স্থবির হয়ে ছিল। ফেনীর ফতেহপুর রেলওয়ের ওভারপাস নির্মাণে যান চলাচল আংশিক বন্ধ রাখায় এই অবস্থা সৃষ্টি হয়। যানজটের তীব্রতা আজ কমলেও সকালে ফেনীতে মহাসড়কে ১০ কিলোমিটার ও কুমিল্লার দাউদকান্দিতে ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল।
যানজটে স্থবির হয়ে রয়েছে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত পাঁচ দিন থেকে যানজট লেগেই রয়েছে। এর মধ্যে গতকাল দেশের ব্যস্ততম এই মহাসড়কের সীতাকুন্ড থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১১৪ কিলোমিটার এলাকা স্থবির হয়ে ছিল। ফেনীর ফতেহপুর রেলওয়ের ওভারপাস নির্মাণে যান চলাচল আংশিক বন্ধ রাখায় এই অবস্থা সৃষ্টি হয়। যানজটের তীব্রতা আজ কমলেও সকালে ফেনীতে মহাসড়কে ১০ কিলোমিটার ও কুমিল্লার দাউদকান্দিতে ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল।

ঢাকা নগরবাসীর জন্য যানজট নৈমিত্তিক ঘটনা। বিশ্বব্যাংকের হিসাব বলছে, এই শহরে এখন ঘণ্টায় গড়ে প্রায় সাত কিলোমিটার গতিতে চলছে যানবাহন। এই অবস্থা উত্তরণে ব্যবস্থা নেওয়া না হলে ২০২৫ সালে যানবাহনের গড় গতি কমে দাঁড়াবে ঘণ্টায় চার কিলোমিটার যা মানুষের হাঁটার গতির থেকেও কম। যানজটের কারণে ক্ষতির পরিমাণও বিপুল। এতে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।  আর্থিক মূল্যে তা প্রায় ৩০ হাজার কোটি টাকার সমান।

এখন প্রশ্ন হলো বাংলাদেশের এই যানজট কি বিশ্বের জঘন্যতম যানজটের ঘটনাগুলোর মধ্যে পড়ে?

বেইজিং, চীন

বেইজিং-তিব্বত এক্সপ্রেসওয়েতে ২০১০ সালের আগস্ট মাসে এক ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছিল। রাস্তায় একসঙ্গে প্রচুর যানবাহন নেমে আসায় ৬২ মাইল দীর্ঘ এই যানজট কাটতে সময় লেগেছিল ১২ দিন। মজার তথ্য হলো, বেইজিংয়ে যানজট কমাতে রাস্তা নির্মাণের কয়েকটি ভারি ট্রাকের কারণে ওই যানজট আরও ভয়াবহ রূপ নিয়েছিল।

বেথেল, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

১৯৬৯ সালে নিউইয়র্কে তিন দিনের একটি মিউজিক ফেস্টিভালের কারণে ২০ মাইল লম্বা যানজট তৈরি হয়েছিল। এই যানজটে পড়ে বহু মানুষ প্রবল বৃষ্টির মধ্যেই তাদের গাড়ি থেকে বের হয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে বাধ্য হয়েছিলেন। প্রথমে অনুমান করা হয়েছিল সর্বোচ্চ ৫০ হাজার মানুষ উৎসবে যোগ দিবেন। কিন্তু প্রায় পাঁচ লাখ মানুষ চলে আসায় এই অবস্থা তৈরি হয়। পরে অনুষ্ঠানের শিল্পীদের হেলিকপ্টারে করে ওই এলাকা থেকে সরিয়ে নিতে হয়েছিল।

শিকাগো, যুক্তরাষ্ট্র

২০১১ সালের ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ২০.২ ইঞ্চি তুষারপাতে প্রবল যানজট তৈরি হয়েছিল। এর ফলে প্রায় ১২ ঘণ্টা ধরে লোকজন গাড়ির ভেতরে তুষারচাপা অবস্থায় পড়ে ছিলেন।

পূর্ব-পশ্চিম জার্মানি

বার্লিন দেয়ালের পতনের পর ১৯৯০ সালের ১২ এপ্রিল ইস্টারের ছুটিতে যানজট তৈরি হয়েছিল। ওই যানজটে প্রায় এক কোটি ৮০ লাখ গাড়ি আটকা পড়ে। জার্মানির একত্রীকরণের পর দুই দিকের মানুষ দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বেরিয়ে যাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছিল।

টেক্সাস, যুক্তরাষ্ট্র

হারিকেন রিটার সতর্কতা জারি করার পর ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ তৈরি হয়েছিল। উপকূলীয় এলাকা থেকে ২৫ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলে ১০০ মাইল সড়কজুড়ে যানজট লেগে যায়। এই জট ছাড়াতে সময় লেগেছিল প্রায় ৪৮ ঘণ্টা।

লিওঁ-প্যারিস, ফ্রান্স

১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে ছুটি কাটিয়ে লিওঁ থেকে প্যারিসে ফিরতি লোকজন ভয়াবহ যানজটে পড়েছিলেন। খারাপ আবহাওয়ার মধ্যে ১০৯ মাইলে গিয়ে ঠেকেছিল ওই যানজটের দৈর্ঘ্য।

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর পুরো নিউইয়র্কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবার যানবাহন চলাচলের জন্যই সেদিন জনসাধারণের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়ছিল। সেই সঙ্গে সেদিন পুরো যুক্তরাষ্ট্রজুড়ে বেসমারিক বিমান চলাচল বন্ধ করে সব উড়োজাহাজ অবরতণের নির্দেশ দেওয়া হয়েছিল। এ কারণেই তীব্র অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল যাত্রীদের।

তথ্যসূত্র: ফোর্বস

Comments

The Daily Star  | English

Abu sayed’s death in police firing: Cops’ FIR runs counter to known facts

Video footage shows police shooting at Begum Rokeya University student Abu Sayed, who posed no physical threat to the law enforcers, during the quota reform protest near the campus on July 16. He died soon afterwards.

10h ago