আগে দলে থিতু হতে চান আরিফুল পরে পাকাপোক্ত অলরাউন্ডার
পেস অলরাউন্ডার নিয়ে বাংলাদেশ দলে হাহাকার অনেক দিনের। মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়ে সেই অভাব পূরণের চেষ্টা করা হয়েছিল। তবে চাহিদা মেটাতে না পেরে এই অলরাউন্ড আপাতত বিবেচনার বাইরে। সীমিত ওভারের ক্রিকেটে এই জায়গায় সম্ভাবনায় মনে করা হচ্ছে আরিফুল হককে। তবে আরিফুল নিজে আপাতত দলের জায়গা পাকা করা নিয়েই ভাবছেন।
ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ সিরিজের জন্য ৩১ জনের প্রাথমিক দলে আছেন। এদের মধ্য থেকে আফগানিস্তান সিরিজের দলও দেওয়া হবে। তাতে আরিফুলের থাকা অনেকটা নিশ্চিত। নিজেকে অলরাউন্ডার অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করার চিন্তা থাকলেও আরিফুল আগে চান দলে জায়গা পাকা করতে, ‘আমার লক্ষ্য হলো জাতীয় দলে থিতু হওয়া। কারণ আমি এখনো থিতু না। তারপর আমার যেটা ভূমিকা। হয়তবা পরিস্থিতি নির্ভর করবে কোথায় ব্যাট করব, কীভাবে ব্যাট করব। সব সামলে নিজেকে আসলে জাতীয় দলে পাকাপোক্ত অলরাউন্ডার হিসেবে তৈরি করতে হবে।’
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বল করেন আরিফুল। তবে বিপিএলে পাননি তেমন সুযোগ। জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সিরিজে অভিষেক হয় তার, ছিলেন নিদহাস ট্রফির দলেও। দুটি টি-টোয়েন্টি খেললেও এখনো বল হাতে পাননি, ‘ঘরোয়াতে বোলিং করি, জাতীয় দলে সে সুযোগ এখনো হয়নি। বিপিএলেও ওইভাবে সুযোগ হয়নি। যদি সুযোগ পাই আমার আগের সব অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব।’
দুই সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে রোববার। সোমবার ছিল বিশ্রাম। বিশ্রামের দিনও বাড়তি শ্রম দিতে হাজির হয়েছিলেন আরিফুল। আফগানিস্তান সিরিজ আগে হওয়ায় তা নিয়েই আপাতত সব ভাবনা। আফগানিস্তানের দুই স্পিনারকে সামলাতেই প্রস্তুত হচ্ছেন আরিফুলরা, ‘আমাদের বিপক্ষে যারা যারা বোলিং করবে তাদের আইপিএলে খেলা দেখছি। আফগানিস্তানের সঙ্গে খেলা। তাদের মুজিব আছে। ওকে আমরা ওইভাবে দেখিনি। রশিদ খানকে বিপিএলে দেখেছি। সব মিলিয়ে ওদের কীভাবে খেলা যায় তা নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’
Comments