ব্রাজিলের বিশ্বকাপ দলে চমকের নাম তাইসেন

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করেন কোচ তিতে। ছবি: এএফপি

রাশিয়া বিশ্বকাপের জন্যে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাতে আক্রমণভাগে অনেকটা চমক হয়ে ডাক পেয়েছেন ইউক্রেনের শাখতার দোনেৎস্কে খেলা তাইসেন। নেইমারকে নিয়ে ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগে আছে এক ঝাঁক তারকার ভিড়। 

চোটের কারণে রাইটব্যাক দানিয়েল আলভেজ ছিটকে পড়ায় তার জায়গায় ডাক পেয়েছেন করিন্তিয়ান্সের ফাগনার ও ম্যানচেস্টার সিটির দানিলো। 

হেক্সা জয়ের মিশনে কোচ তিতে দলে নিয়েছেন মিডফিল্ডার ফ্রেডকে। আলভেজ না থাকলেও অবধারিতভাবে লেফট ব্যাকে আছেন রিয়াল মাদ্রিদের মার্সেলো। একই পজিশনে আছেন ফেলিপে লুইস। ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগে গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো। পোক্ত মিডফিল্ডে ভরসার নাম হয়ে অনুমিভাবেই আছেন কাসেমিরো, পাউলিনয়ো, কৌতিনয়োরা। 

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেওয়া খেলোয়াড়রা ছাড়া বাকিদের নিয়ে ২১ মে ক্যাম্প শুরু করবে ব্রাজিল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে যোগ দেবেন বাকিরাও। 

রাশিয়া যাওয়ার আগে লন্ডনের টটেনহাম হটস্পারের গিয়ে ট্রেনিং করবে তিতের শিষ্যরা। রাশিয়া যাওয়ার আগে লিভারপুলের মাঠে ৩ জুন ক্রোয়েশিয়া ও ১০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভিয়ানায় প্রস্তুতি ম্যাচ খেলবে নেইমার- কৌতিনয়োরা। 

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৭ জুন। বাংলাদেশ সময় রাত ১২ টায় সুইজারল্যান্ডের বিপক্ষে নামবে অন্যতম ফেভারিট দলটি। ই-গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া। 



আরও পড়ুন- রাশিয়া বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি

বিশ্বকাপের ব্রাজিল দল: 

গোলকিপার: আলিসন, কাসিও, এদেরসন।

ডিফেন্ডার: দানিলো, ফাগনার, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কিনিয়োস, মিরান্দা, চিয়াগো সিলভা, পেদ্রো জেরোমেল।

মিডফিল্ডার: রেনাতো আউগুস্তো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, ফের্নানদিনিয়ো, পাওলিনিয়ো, উইলিয়ান, ফ্রেড।

ফরোয়ার্ড: রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, নেইমার, ডগলাস কস্তা, তাইসন।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

7h ago