খুলনায় নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লাঞ্ছিত

খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশনের একজন পর্যবেক্ষককে লাঞ্ছিত করেছেন। আজ সকালে সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই তাকে লাঞ্ছিত করা হয়। ভোট পর্যবেক্ষণে ইসি’র ওই কর্মকর্তা ঢাকা থেকে খুলনায় গিয়েছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি সকাল ৯টা ৫০ মিনিটে সাংবাদিকদের বলেন, নুরানী বহুমুখী মাদরাসা বিদ্যালয় ভোট কেন্দ্রে তাকে লাঞ্ছিত করা হয়। এই ঘটনার পর তিনি সেখান থেকে বের হয়ে যান।
নির্বাচনের খবর সংগ্রহ করতে যাওয়া দ্য ডেইলি স্টারের রিপোর্টারকে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেকের ওই সমর্থকরা নির্বাচন কমিশনের একটি গাড়ি ভাঙচুরেরও চেষ্টা চালায়। ওই ভোটকেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. মিজানুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিলিয়ে মোট ১৯১ জন প্রার্থী নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন। মেয়র প্রার্থী ৫ জন, ১৯টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর এবং চারটি সংরক্ষিত আসনে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খুলনা সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে যে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মিজানুর রহমান বাবু (কাস্তে)।
Comments