আওয়ামী লীগের দখলে ২২ নং ওয়ার্ড

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে আজ (১৫ মে) ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের প্রভাব বিস্তারের জন্যে সিটির ২২ নং ওয়ার্ড থেকে বিরোধী দলের পর্যবেক্ষকদের বের দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
Casting vote in Khulna City Corporation Election 2018
১৫ মে ২০১৮, খুলনা সিটি কর্পোরেশনের একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন একজন ভোটার। ছবি: আমরান হোসেন

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে আজ (১৫ মে) ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের প্রভাব বিস্তারের জন্যে সিটির ২২ নং ওয়ার্ড থেকে বিরোধী দলের পর্যবেক্ষকদের বের দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ওয়ার্ডের চারটি ভোট কেন্দ্র হলো কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা জিয়া স্কুল, পাইওনিয়ার বালিকা বিদ্যালয় এবং পাইওনিয়ার মহিলা কলেজ।

আজ সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আমাদের খুলনা প্রতিনিধি দীপঙ্কর রায় জানান, কোনো কেন্দ্রেই বিরোধী দল বিএনপির নির্বাচনী এজেন্ট উপস্থিত ছিল না।

ঘটনাস্থল থেকে তিনি জানান, তিনটি কেন্দ্রকে ঘিরে আওয়ামী লীগের সমর্থকদের মহড়া দিতে দেখা যায়।

নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নাজমুল ইসলাম বলেন দ্য ডেইলি স্টারকে বলেন, “তারা আমাদের নির্বাচনী এজেন্টদের তাড়িয়ে দিয়েছে। আমি খুলনা জিয়া স্কুলে গিয়ে একজন এজেন্টকে হিসেবে রেখে গিয়েছিলাম। কিন্তু, যখনই আমি চলে আসি তখনই আওয়ামী লীগের লোকেরা তাকে তাড়িয়ে দেয়।”

খুলনা জিয়া স্কুলের প্রিজাইডিং কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন যে নির্বাচন কেন্দ্রে বিএনপির কোন এজেন্ট ছিল না। নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago