২৫ ও ২৬ নম্বার ওয়ার্ডে বিএনপির পোলিং এজেন্ট নেই

দ্য ডেইলি স্টারের চারজন রিপোর্টার ও ফটো জার্নালিস্ট খুলনা সিটি করপোরেশন নির্বাচনে খবর সংগ্রহের দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে রাশেদুল হাসান ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের হাজী ইসমাইল লিংক রোড, বসুপাড়া, বানার গাছী এলাকায় ৮-১০টি ভোটকেন্দ্র সকাল থেকে সরেজমিন পর্যবেক্ষণ করেছেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতি
খুলনা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঝর্ণা খাতুন অভিযোগ করেছেন তাকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ছবি: রাশেদুল হাসান

দ্য ডেইলি স্টারের চারজন রিপোর্টার ও ফটো জার্নালিস্ট খুলনা সিটি করপোরেশন নির্বাচনে খবর সংগ্রহের দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে রাশেদুল হাসান ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের হাজী ইসমাইল লিংক রোড, বসুপাড়া, বানার গাছী এলাকায় ৮-১০টি ভোটকেন্দ্র সকাল থেকে সরেজমিন পর্যবেক্ষণ করেছেন।

তিনি জানান, ভোটকেন্দ্রের বাইরে তিনি বিশৃঙ্খল অবস্থা দেখেছেন। এসময়ের মধ্যে আওয়ামী লীগ ছাড়া আর অন্য কোনো প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টদের দেখা যায়নি। যে কয়েকজন পোলিং এজেন্ট ছিলেন তারা সবাই নৌকার পক্ষে কাজ করছিলেন। ভোট কেন্দ্রের আশপাশের পুরো এলাকা কার্যত ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। ব্যাজ পরিহিত দলীয় সমর্থকরা ভোটারদের ধরে ধরে নৌকা মার্কায় ভোট দিতে বলছিলেন। কিছু কিছু ভোটকেন্দ্রে ভোটারদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কর্মীদের ভোটকেন্দ্রের গেট পর্যন্ত যেতে দেখা গেছে।

ভোট কেন্দ্রে বিশৃঙ্খল অবস্থা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। পুলিশের গাড়ি নিয়ে আসলেই কেবল আওয়ামী লীগ সমর্থকরা ভোট কেন্দ্রের এলাকা থেকে সরে যাচ্ছিলেন।

তবে ভোটকেন্দ্রে বিশৃখল অবস্থার কথা অস্বীকার করেছেন দারুল কুরান সিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রিজাইডিং অফিসার মামুনুল আবেদীন ও পলাশ কুমার ব্যানার্জী। তারা এই প্রতিবেদককে বলেন, এই ভোটকেন্দ্রে কোনো সমস্যা হচ্ছে না। এ ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

Comments

The Daily Star  | English

Inflation eases to 10.49% in August  

Inflation declined to 10.49 percent in August from 11.66 percent in July, according to data released today by the Bangladesh Bureau of Statistics

46m ago