নতুন লুকে মিম!

Mim and Khaled Sujan
বিদ্যা সিনহা মিম ও খালেদ সুজন। ছবি: সংগৃহীত

একেবারে ভিন্ন লুকে দেখা গেলো অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। তাঁর সঙ্গে ছিলেন আরেক মডেল খালেদ সুজন।

আসছে ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এফডিসিতে ফটোশুট করেছে আর্টরেস। সেখানেই নতুন লুকে দেখা গেছে তাঁকে। সঙ্গে আরও ছিলেন চিত্রনায়িকা রাহা তানহা খান ও রাজ ম্যানিয়ার।

পাশাপাশি সেই শুটে অংশ নেন ভারতের মুম্বাইয়ের ফ্যাশন মডেল ভিনিত চৌধুরী ও দিল্লির শায়না সিং। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন সানজিদা হক আরেফিন লুনা। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্টরেসের ডিরেক্টর এন জামান রুবেল এবং জোবায়ের মোর্শেদ।

মিম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সিনেমায় ব্যস্ততার জন্য এখন আর মডেলিং কিংবা টিভি নাটকে সময় দিতে পারছিনা। তবে একটু সময় পেলে মডেলিং করার চেষ্টা করি। আপাতত সিনেমার তেমন কোনও ব্যস্ততা নেই। নিজে পছন্দ করছি বলেই কাজটি করলাম।”

আসছে ঈদে সাফটা চুক্তির আওতায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সুলতান’ ছবিটি। ছবিটিতে তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার জিৎ।

Comments

The Daily Star  | English

Iran's Khamenei rejects Trump's call for unconditional surrender

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

18h ago