বিএনপি ঢাকায় বসে গুজব ছড়াচ্ছে: কাদের
খুলনার নির্বাচন নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেকে পর্যবেক্ষণ করছেন। সাংবাদিকদের জিজ্ঞাস করুন। সব সাংবাদিক আওয়ামীলীগ করে না, তারা তো দেখছে নির্বাচন কেমন হচ্ছে।’
তিনি বলেন, ‘আর কেউ বলছে না শুধু মঞ্জু সাহেবই ওখানে বলছেন আর ঢাকায়ও তাদের অফিস থেকে বলা হচ্ছে। বিএনপি ঢাকায় বসে গুজব ছড়াচ্ছে।’
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতু এলাকায় মহাসড়কের যানজট পরিদর্শন করতে এসে এসব কথা বলেন কাদের।
তিনি বলেন, ‘বার কাউন্সিলর নির্বাচনে ১৪টির মধ্যে ১২টি আসন পেয়েছি। খুলনায় নির্বাচন হচ্ছে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। নিরপেক্ষ ভোট গ্রহণ হচ্ছে। সেখানেও আমরা বিজয়ের বিষয়ে আশাবাদী। কোন অভিযোগ করার মতো অভিযোগ এখনো পাইনি।’
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিততে চায়। এছাড়াও সকালে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, খুলনায় ভোট ডাকাতি করা হচ্ছে।’
মহাসড়কে যানজট প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চার লেন করার পরও মাঝে মাঝে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে এটা অস্বীকার করার কারণ নেই। যা সত্য তা স্বীকার করে সমাধান করতে হবে। এখানে আমরা বসে নেই উদ্যোগেও ঘাটতি নেই। এখানে রাস্তার কোন সমস্যা নেই, রাস্তা চার লেন হয়ে গেছে, ফেনীর ফ্লাইওভারের কাজও শেষ। কদুয়ায় কুমিল্লায় যে সমস্যা হতো সে রেল ওভারপাসটি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। গত কয়দিন যে সমস্যাটি হচ্ছে এটি মূলত ফেনীর ফতেহপুরে রেলওভারপাসের জন্য। আমরা আন্তরিক ভাবে দুঃখিত যে পরিবহন চলাচল ও পণ্য পরিবহনে গত কয়েক দিন সমস্যা হয়েছে। ইতোমধ্যে ফেনীর রাস্তা খুলে দেওয়া হচ্ছে। যেহেতু ফেনীর সমস্যা সমাধান হয়ে যাচ্ছে আশা করছি ঈদের আগে যানজটের আর কোন আশঙ্কা নেই। আজ থেকে পরিস্থিতির উন্নতি হবে আমি আশা করছি।’
Comments