টপ অর্ডারে জায়গা পাওয়ার দিকে চোখ শান্তর

ওপেনিংয়ে তামিম ইকবালের একজন যোগ্য সঙ্গীর অভাব আছে বাংলাদেশ দলে। ওয়ানডেতে ওয়ানডাউন পজিশন নিয়েও চলছে নাড়াচাড়া। টপ অর্ডারে বিকল্প হিসেবে নাম আসছে নাজমুল হোসেন শান্তর। তবে প্রতিশ্রুতিশীল এই তরুণ ধারাবাহিকতা ধরে রেখে সেদিকেই চোখ করেছেন।
Nazmul Hossain Shanto
নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ওপেনিংয়ে তামিম ইকবালের একজন যোগ্য সঙ্গীর অভাব আছে বাংলাদেশ দলে। ওয়ানডেতে ওয়ানডাউন পজিশন নিয়েও চলছে নাড়াচাড়া। টপ অর্ডারে বিকল্প হিসেবে নাম আসছে নাজমুল হোসেন শান্তর। তবে প্রতিশ্রুতিশীল এই তরুণ ধারাবাহিকতা ধরে রেখে সেদিকেই চোখ করেছেন। 

টেস্টে তামিমের নিয়মিত সঙ্গী ছিলেন ইমরুল কায়েস। ধারাবাহিকতার অভাবে দলে জায়গা নড়বড়ে তার। মাঝে জায়গা পেয়ে রান পাচ্ছিলেন সৌম্য সরকার। ফর্ম হারিয়ে জায়গাও খুইয়েছেন তিনি। ওয়ানডেতেও একই অবস্থা। সৌম্য, ইমরুলের বদলে ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয়েছিল এনামুল হক বিজয়কে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনিও।

বাংলাদেশ দলের টপ অর্ডারের এই অস্থিরতা নজর এড়ায়নি শান্তর, ‘উপরের দিকে তামিম ভাইয়ের সঙ্গে এখনো কেউ ঠিকভাবে সেট হয়ে যায়নি… আমি অবশ্য বলছি না যে, আমি সেখানেই জায়গা করে নিবো। আমার উদ্দেশ্য হলো নিজের ধারাবাহিকতা ধরে রাখা। যে কোনো আসরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো খেলার চেষ্টা করি। সুযোগ পেলে সেটাই করবো।’

জাতীয় দলের ব্যাকআপ হিসেবে এরমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিউজিল্যান্ডে অভিজ্ঞতা অর্জনের জন্য গিয়ে দলে ইনজুরির মিছিলে খেলে ফেলেছেন একটি টেস্টও। অনেকটা উপায়ান্তর না দেখে তাকে খেলানো হয়েছিল। শান্ত তাড়াহুড়ো না করে পোক্ত হয়েই নিয়মিত হতে চান জাতীয় দলে, ‘প্রথম টেস্টটা খেলার পর অনেক কিছু বুঝতে পেরেছি। টেস্ট কিভাবে খেলা উচিত, তা বুঝেছি এবং ঘরোয়া পর্যায়ে সেভাবেই খেলার চেষ্টা করেছি। আশা করছি, সামনে সুযোগ পেলে ভালো কিছু করতে পারবো।’

আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে জায়গা পাওয়ার দিকেই নজর তার। সুযোগ পেলে তা হেলায় হারাতে চান না,  ‘ওই জায়গায় যদি চাই, তাহলে অবশ্যই পারফর্ম করতে চেষ্টা করবো। এতে জাতীয় দলে আমার জায়গা নিশ্চিত হবে। যদি সুযোগ পাই, জায়গাটা ধরে রাখতে চাই। সেভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি।’

 

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

453mm of rain recorded in 24 hours as many areas of seaside town inundated

2h ago