চমৎকার সুন্দর নির্বাচন হয়েছে: ইসি

Election Commission Logo

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের মতে, যতটুকু হয়েছে তাতে ইসি সন্তুষ্ট।

তিনি বলেন, তিনটি কেন্দ্রে অনিয়ম-জালভোট ছাড়া বাকি ২৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চমৎকার সুন্দর নির্বাচন হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন শেষে আজ (১৫ মে) সন্ধ্যায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, “মোট ২৮৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্র স্থগিত হয়েছে। বাকি কেন্দ্রগুলোয় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা ভোট পরিস্থিতি নানাভাবে পর্যবেক্ষণ করেছি। চমৎকার ও সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে খুলনায় নির্বাচন হয়েছে।”

ভোটগ্রহণ শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যে ইভিএমের দুই কেন্দ্রে ফল ঘোষণা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন সচিব।

বেশ কয়েকটি কেন্দ্রে জালভোট, ভাঙচুর ও নানা অভিযোগ থাকলেও স্থগিত তিন কেন্দ্র ছাড়া অন্য কোনও কেন্দ্রে তা হয়নি বলে দাবি করেন হেলালুদ্দীন আহমদ।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেই সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সচিব।

আরও পড়ুন:

‘আওয়ামী লীগের দখলে ভোট কেন্দ্রটি’

খুলনায় ৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

২৫ ও ২৬ নম্বার ওয়ার্ডে বিএনপির পোলিং এজেন্ট নেই

আওয়ামী লীগের দখলে ২২ নং ওয়ার্ড

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

2h ago