পারমাণবিক অস্ত্র ত্যাগে চাপ দিলে ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করবে উ. কোরিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলেছে, পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করার জন্য উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখলে তারা আসন্ন এই বৈঠক বাতিল করতে পারে।
আগামী ১২ জুন ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যের বহু প্রতীক্ষিত এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের স্থান হিসেবে সিঙ্গাপুরকে বিবেচনা করা হচ্ছে।
সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষিপ্ত হয়েছে উত্তর কোরিয়া। এ কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বেপরোয়াভাবে বিবৃতি দিয়ে চলেছে। এর পেছনে দেশটির অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখতে প্রতিশ্রুতি দিয়েছিল উত্তর কোরিয়া। এই প্রতিশ্রুতির পরই ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। পারমাণবিক নিরস্ত্রীকরণের এই প্রক্রিয়া প্রত্যক্ষ করার জন্য চলতি মাসের শেষ দিকে সাংবাদিকদের আমন্ত্রণও জানিয়ে রেখেছিল দেশটির সরকার।
তবে এর আগে দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার নেতারা বলছিলেন, তাদের দেশের অস্তিত্বের জন্যই পারমাণবিক অস্ত্র অপরিহার্য। এখন ফের সেই সুরেই কথা বলতে শুরু করল দেশটি।
Comments