‘আফগান বোলিং বৈচিত্র্য সামলানোর ব্যাটিং গভীরতা আমাদের আছে’
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বড় ভাবনা ওদের বোলিং বৈচিত্র্য। বিশেষ করে দুই স্পিনার রশিদ খান আর মুজিবুর রহমানকে সামলানো নিয়েই যত চিন্তা। তবে মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন বাংলাদেশের ব্যাটিংয়ে এদের সামলানোর যথেষ্ট গভীরতা আছে।
সাকিব আল হাসানের চোটে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ ও শ্রীলঙ্কায় গিয়ে নিদহাস কাপের শুরুতে দলের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। তার ঝড়েই স্বাগতিকদের টপকে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ।
বৃহস্পতিবার মিরপুরে ফিটনেস ট্রেনিং শেষে নিজেদের ব্যাটসম্যানদের সামর্থ্যের কথা শুনিয়েছেন মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয় আগেও বলেছি ওদের বোলিং আক্রমণের যে বৈচিত্র্য, আমাদের ব্যাটিং গভীরতার সামর্থ্য আছে তা সামলানোর।’
তবে নিজেদের কাজটা ঠিকভাবে করার কথা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক, ‘ঠিকভাবে নিজেদের কাজটা প্রয়োগ করতে হবে। চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। আপনি যদি র্যাঙ্কিং দেখেন ওরা আটে আমরা দশে। আমার মনে হয় আমাদের জন্য ভাল একটা সুযোগ।’
‘ব্যাটসম্যানদের দায়িত্ব থাকবে যেন আমরা ভাল করে পারফর্ম করতে পারি। এবং বোলারদের ভাল একটি ফিডব্যাক দিতে পারি। কারণ আমরা জানি ওদের বোলিংয়ে ভাল বৈচিত্র্য আছে। আমার মনে হয় খুব ভাল একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য।’
বিপিএলে রশিদ খানকে খেলেছেন মাহমুদউল্লাহ। তবে চেখে দেখা হয়নি মুজিবুর রহমানের বোলিং। এই অফ স্পিনার প্রায়ই লেগ স্পিন করে ভড়কে দেন ব্যাটসম্যানদের। অফ স্পিনারদের সব অস্ত্রও আছে তার তূনে। এই দুই স্পিনারের জন্যেই চ্যালেঞ্জটা বেশি দেখছেন মাহমুদউল্লাহ, ‘আমরা এরমধ্যে ভিডিও ফুটেজ দেখেছি। যদিও আমি মুজিবকে এখনও ফেস করিনি।’
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও টেস্ট পরিবারে সিনিয়র হওয়ায় মানে মর্যাদায় বাংলাদেশই বড় দল। তবে ফরম্যাটের কারণে মাহমুদউল্লাহ কাউকে এগিয়ে রাখতে চাইলেন না, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি টি টোয়েন্টি সংস্করণে আপনার বড় দল্ম ছোট দল বলতে কিছু নেই । নির্দিষ্ট দিনে যদি ভাল পারফর্ম করে যেকোনো দল যে কাউকে হারাতে পারবে।’
Comments