শিরোপাটা আমার পেতেই হবে: নেইমার

Neymar
ছবি: এএফপি

চার বছর আগে ঘরের মাঠে তাকে ঘিরেই শিরোপা জেতার রণকৌশল সাজিয়েছিল ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান জুনিগার আঘাতে ছিটকে পড়েন নেইমার। নেইমারকে হারিয়ে সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে যায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এবার আর কোন আক্ষেপের গল্প নয়,  শিরোপা জেতার পণ করেছেন ব্রাজিলের সেরা তারকা।

গেল ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে পায়ের পাতার হাড় ভাঙে নেইমারের। সেই চোট থেকে সেরে উঠেছেন তিনি। সব ঠিক থাকলে ৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামবেন ব্রাজিলের পোস্টারবয়।

অনেকদিন খেলার বাইরে থাকায় যেন আর তর সইছে নেইমারেরও। এক সাক্ষাতকারে জানিয়েছেন নিজের আকুতি,  'ফুটবল খেলাটা আমাকে সবচেয়ে বেশি উৎসাহ জোগায়। মাঠে থাকতেই সবচেয়ে বেশি আনন্দ লাগে।'

বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সবগুলো আসরে খেলা একমাত্র দলও ব্রাজিল। কিন্তু ২০০২ সালের পর আর সাফল্য পাচ্ছে তা তারা। এবার বিশ্বকাপ জিতলে হেক্সা জেতা হবে তাদের। বাকিদের ছাড়িয়ে উঠবে আরেকটু উঁচুতে। এই সুযোগ নিতে যেন পণ করেছেন নেইমার, 'বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা। আমি খেলতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই। শিরোপাটা আমার পেতেই হবে।'

ব্রাজিলকে শিরোপা জিততে হলে নেইমারের শতভাগ ফিটনেস জরুরী। ভক্ত, সমর্থকদের সে ব্যাপারে আশ্বস্ত করেছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার, 'আমি  বল নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছি। কোন অস্বস্তি নেই। কিছুটা ভয় থাকলেও ক্রমশ ছন্দ পাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago