সালমান শাহের খোঁজ ‘পোড়ামন’-এর গানে

‘পোড়ামন ২’-এর ‘নাম্বার ওয়ান হিরো’ গানের ভিডিও

প্রয়াত নায়ক সালমান শাহ’র খোঁজ পাওয়া গেল মুক্তি-প্রতীক্ষিত ছবি ‘পোড়ামন ২’-এর প্রথম গানেই! সিয়াম আহমেদ অভিনীত সিনেমাটির প্রথম গানটিই সালমান শাহকে নিয়ে। এটি উৎসর্গও করা হয়েছে প্রয়াত নায়ককে।

সালমান শাহকে নিয়ে করা গানটির শিরোনাম ‘নাম্বার ওয়ান হিরো’। এটি প্রকাশিত হয়েছে গত ১৬ মে।

গানটির ভিডিওতে সিয়ামের গেটআপ ছিল সালমান শাহের মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হচ্ছে গানটি। ইউটিউবেও সাড়া ফেলেছে এটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে গানটির ভিউ হয়েছে সাড়ে পাঁচ লাখের কাছাকাছি।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফী। সিয়াম-পূজা চেরি ছাড়াও এতে অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ।

গেল সপ্তাহে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এই ছবিটি আসন্ন ঈদে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

The Daily Star  | English
Yunus-Rubio

Yunus, Rubio pledge to deepen economic ties

Bangladesh and the United States yesterday pledged to deepen economic ties and reaffirmed commitment to a stable and peaceful Indo-Pacific region. 

2h ago