কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত তিমি

​কুয়াকাটা সৈকতে একটি মরা তিমি ভেসে এসেছে। তিমিটি দৈর্ঘ্যে প্রায় ৪৫ ফুট ও প্রস্থে ১০ ফুট। আজ সকালের দিকে কুয়াকাটার ইকোপার্ক এলাকায় তিমিটি ভেসে আসে।
কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত তিমি দেখতে স্থানীয় লোকজন ও পর্যটকরা ভিড় জমিয়েছেন। ছবি: সোহরাব হোসেন

কুয়াকাটা সৈকতে একটি মরা তিমি ভেসে এসেছে। তিমিটি দৈর্ঘ্যে প্রায় ৪৫ ফুট ও প্রস্থে ১০ ফুট। আজ সকালের দিকে কুয়াকাটার ইকোপার্ক এলাকায় তিমিটি ভেসে আসে।

দ্য ডেইলি স্টারের পটুয়াখালী প্রতিনিধি জানান, স্থানীয় জেলেরা প্রথমে তিমিটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই স্তন্যপায়ী প্রাণীটিকে দেখতে স্থানীয় লোকজন ও পর্যটকরা ভিড় জমায়।

সেখান থেকে একজন পর্যটক জানান, ভেসে আসা মৃত তিমিটি ‘বালিন’ প্রজাতির। তবে বিশেষজ্ঞ সূত্র থেকে এ তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

সকালে কুয়াকাটায় ভেসে আসে এই মরা তিমিটি। ছবি: সোহরাব হোসেন

কলাপাড়া উপজেলার মৎস্য কর্মকর্তা জানান, সৈকত ব্যবস্থাপনা কমিটি তিমিটির সৎকারের ব্যবস্থা করবেন। এই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, প্রণীটিকে নিয়ে লোকজনের প্রচুর আগ্রহ থাকায় তিমিটির দেহ সংরক্ষণের চেষ্টা করা হবে।

Comments

The Daily Star  | English
VIP movements in Dhaka

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

14h ago