মিরাজের ‘ব্যাকআপ’ হিসেবে দলে মোসাদ্দেক
চোখের ইনফেকশনে দল থেকে ছিটকে গিয়েছিলেন। চোট সারলেও দলে ফেরা হচ্ছিল না মোসাদ্দেক হোসেনের। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফিরে আবার বাদ। পরে বাদ পড়েন কেন্দ্রীয় চুক্তি থেকেই। এরমধ্যেই বিসিএলে দেখিয়েছেন দাপট। তাতে এবার টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে তাকে।
রোববার আফগানিস্তান সিরিজের জন্যে ১৫ জনের দলে রাখা হয় এই অলরাউন্ডারকে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন মোসাদ্দেক দলে এসেছেন মেহেদী হাসান মিরাজের ফিটনেস ঘাটতির ভাবনা থেকে, ‘অলরাউন্ডারের চিন্তা থেকেই মোসাদ্দেককে সুযোগ দেওয়া হয়েছে। কারণ মিরাজরে ফিটনেস নিয়ে কিছুটা সন্দেহ আছে আমাদের। এখন পর্যন্ত যতখানি আছে, শতভাগ ফিট নয়। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। সেজন্যে মিরাজের ব্যাকআপ হিসেবে মোসাদ্দেক হোসেনকে সুযোগ দেওয়া হয়েছে।’
মাস খানেক আগেই নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে বিসিবি। তাতে বাদ দেওয়া হয় মোসাদ্দেককে। তবে এই বাদ পড়া যে বিবেচনার বাইরে ফেলা দেওয়া নয় স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক, ‘ওটা অন্য জিনিস। আমরা মনে করছি টি-টোয়েন্টিতে বোলিং করার যথেষ্ট স্কিল আছে মোসাদ্দেকের। ও যথেষ্ট প্রতিভাবান আমরা জানি। মাঝখানে একটু ছন্দপতন হয়েছিল। এই মুহূর্তে ফিটনেসসহ যাবতীয় বিষয়গুলো দেখে এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে আমরা তাকে নির্বাচন করেছি।’
মোসাদ্দেক সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন এক বছরের বেশি আগে। সেবার শ্রীলঙ্কা সফরে মাশরাফি মর্তুজার বিদায়ীয় টি-টোয়েন্টিতে ১৭ রান করেছিলেন তিনি। ছয় ম্যাচের ছোট টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখনো ফিফটির দেখা পাননি। অফ স্পিন করে নিয়েছেন দুই উইকেট।
Comments