ছিনতাইয়ের আতঙ্ক তৈরি করায় ভারতের ১ জনকে উড়োজাহাজে চড়ায় নিষেধাজ্ঞা

Jet Airways
জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

আকাশে থাকা উড়োজাহাজের ভেতর ছিনতাইয়ের আতঙ্ক তৈরি করার অপরাধে মুম্বাইয়ের একজনকে সারাজীবনের জন্য বিমানে চড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বিরজু কিশোর সল্লা নামের ওই গয়না ব্যবসায়ীর এমন কাণ্ডের কারণে গত বছর অক্টোবর মাসে আহমেদাবাদে জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজকে জরুরি অবতরণ করতে হয়েছিল। তিনিই ভারতের এই কালো তালিকায় নাম ওঠা প্রথম ব্যক্তি।

গত বছর অক্টোবরে মুম্বাই থেকে দিল্লিগামী জেট এয়ারওয়েজের উড়োজাহাজটির শৌচাগারে একটি চিরকুট পান একজন কেবিন ক্রু। ওই চিরকুটে উড়োজাহাজটিতে ছিনতাইকারী ও একটি বোমা থাকার কথা লেখা ছিল। বিষয়টি পাইলটকে জানানো হলে তিনি গন্তব্যে পৌঁছানোর আগেই আহমেদাবাদে জরুরি অবতরণ করেন। পরে ওই ব্যক্তিকে খুঁজে বের করে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

52m ago