দেশে ধীরগতিতে ইন্টারনেট

​বঙ্গোপসাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় স্বাভাবিক ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। দেশের বেশ কিছু এলাকায় ধীরগতিতে চলছে ইন্টারনেট।
দেশে ধীরগতিতে ইন্টারনেট

বঙ্গোপসাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় স্বাভাবিক ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। দেশের বেশ কিছু এলাকায় ধীরগতিতে চলছে ইন্টারনেট।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান আজ দ্য ডেইলি স্টারকে বলেন, সাবমেরিন ক্যাবলের ভারতের চেন্নাই অংশে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ কারণে শুক্রবার থেকে দেশে ডেটা সার্ভিস বিঘ্নিত হচ্ছে। আগামী ২৪ মে পর্যন্ত এই অবস্থা চলবে।

তিনি আরও বলেন, ইন্টারনেট নির্বিঘ্ন রাখতে এরই মধ্যে বিকল্প উপায়ে ব্যান্ডউইথের ব্যবস্থা করা হয়েছে। এর পরও কিছু সময়ের জন্য ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে।

‘কক্সবাজার-চেন্নাই-সিঙ্গাপুর রুট থেকে ব্যান্ডউইথ কক্সবাজার-ব্যাংকক-সিঙ্গাপুর রুটে পরিবর্তন করা হয়েছে। এ কারণেই গ্রাহকরা ইন্টারনেট সেবা পেতে কিছু সমস্যায় পড়ছেন।’

তিনি জানান, সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবার পর দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে কিছু ব্যান্ডউইথ স্থানান্তর করেছে বিএসসিসিএল। ওই ক্যাবলের ব্যান্ডউইথ ব্যবহার এখন ১৪০ জিবিপিএস থেকে বেড়ে ১৮০ জিবিপিএস হয়েছে।

বর্তমানে বাংলাদেশে ব্যান্ডউইথের চাহিদা ৫৫০ জিবিপিএস। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি সরবরাহ করছে ৩০০ জিবিপিএস। বাকি ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথ ভারত থেকে আমদানি করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

2h ago