রাজধানীর ১০০ শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকা ডিএমপির হাতে
চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর ১০০ শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকা তৈরি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের দ্রুত শাস্তির আওতায় আনতে শহরের আটটি অঞ্চলের অপরাধ নিয়ে কর্তব্যরত উপ-কমিশনারদের (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপ-কমিশনারদের এক বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। নাম প্রকাশ না করার শর্তে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ওই আট অঞ্চলের অপরাধের তথ্য নিয়ে গোয়েন্দা বাহিনী তালিকাটি তৈরি করে ডিএমপি কমিশনারের হাতে জমা দিয়েছেন। মূলত ইয়াবা ব্যবসায়ীদের নিয়ে তালিকাটি করা হয়েছে যাদের বিরুদ্ধে চার বা ততোধিক মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে। এ তালিকায় তাদেরকে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান মিয়া জানান, ‘স্বল্পভাবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত যারা, তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ থাকলেও, এ তালিকায় তাদের রাখা হয়নি।
উল্লেখ্য, গত ১৮ মে থেকে দেশজুড়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে, চলতি মাসের ৪ তারিখ থেকে এ ধরনের অভিযানে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারপর থেকে অন্তত ৩৩ জন মাদক ব্যবসায়ী কথিত ক্রসফায়ারে নিহত হয়েছেন।
Comments