চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ

Tazin Ahmed
জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। ছবি: লুৎফর নির্ঝর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই। আজ (২২ মে) বিকাল ৪টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হলে তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

দুপুরে নাসিম জানিয়েছিলেন, “তিনি (তাজিন আহমেদ) লাস্ট স্টেজে আছেন। এখন আমরা কিছু বলতে পারছি না। এখনো অফিশিয়ালি কিছু ডিক্লিয়ার (ঘোষণা) হয়নি। আমরা সর্বশেষ চেষ্টা চালানোর কথা বলছি। ২২০ ভোল্টে লাস্ট শকটা দিতে বলেছি। ইসিজি রিপোর্ট নীল আসছে।”

নাসিম আরও বলেছিলেন, “তাজিন আহমেদের এজমার সমস্যা ছিল। হার্টের কোনো সমস্যা ছিল, এটা জানা ছিল না। আমরা চেষ্টা করছি তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি।”

তাজিন আহমেদ অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা ও অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন।

Comments

The Daily Star  | English

Trump says Iran has 'maximum' two weeks, dismisses Europe peace efforts

Israel's war with Iran entered its second week on Friday with the Israeli military chief warning of a "prolonged campaign"

34m ago