দল ঘোষণার এক দিন পরই ধাক্কা খেল আর্জেন্টিনা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার একদিন পরই বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। অনুশীলনে ডান হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক সার্জিও রোমেরো। রোমেরোর বাদ পড়ার খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
Sergio Romero
হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ সার্জিও রোমেরোর। ছবি: এএফপি

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার একদিন পরই বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। অনুশীলনে ডান হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক সার্জিও রোমেরো। রোমেরোর বাদ পড়ার খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তার জায়গায় ডাক পেয়েছেন তাহুয়েন গ্রুসমান। 

বিশ্বকাপের জন্য সোমবার ২৩ সদস্যের চূড়ান্ত দল দেন কোচ হোর্হে সাম্পাওলি। তার পরদিন মঙ্গলবার বুয়নেন্স এইরেসে অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পান রোমেরো। পরীক্ষা নিরিক্ষার পর দেখা যায় চোট গুরুতর।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোশিয়েশন পরে এক বিবৃতিতে নিশ্চিত করে দুঃসংবাদ, ‘রোমেরোর ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে।কাজেই রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে।’ জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৯৪ ম্যাচ খেলেছেন রোমেরো।

রোমেরোর বিকল্প হিসেবে রাশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন মেক্সিকোর ক্লাব তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গ্রুসমান। স্কোয়াডে থাকা বাকি দুই গোলরক্ষকও অবশ্য যথেষ্ট প্রতিশ্রুতিশীল। দলে আছেন চেলসির উইলি ক্যাবালারো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি।

দল ঘোষণার পর থেকেই অবশ্য আর্জেন্টিনা দল নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে। সেরা ফর্মে থাকার পরও চূড়ান্ত দলে জায়গা হয়নি স্ট্রাইকার মাউরো ইকার্দির। সাবেক ফুটবল হার্নান ক্রেসপো অভিযোগ করেছেন লিওনেল মেসির বন্ধু তালিকায় নেই বলেই জায়গা হয়নি ইকার্দির।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে নামবে লিওনেল মেসির দল। ডি গ্রুপে মেসিদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।  

 

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

3h ago