চির নিদ্রায় তাজিন আহমেদ

রাজধানীর বনানী গোরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হলো জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদকে। এর আগে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় গুলশানের আজাদ মসজিদে।
আজ (২৩ মে) দুপুর পৌনে ৩টার দিকে বনানীতে দাফনের সময় উপস্থিত ছিলেন শোবিজে তাজিনের দীর্ঘদিনের সহকর্মীরা।
তাঁদের মধ্যে ছিলেন আফরোজা বানু, রোকেয়া প্রাচী, রোজি সিদ্দিকী, বিজরী বরকতউল্লাহ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, অমিতাভ রেজা, অনিমেষ আইচ, স্বাগতা, চয়নিকা চৌধুরী, মাসুম রেজা, লিটু আনাম, তানভীন সুইটি, ভাবনা, শাহনাজ খুশি, জয়রাজ, এস এ হক অলিক, ইরেশ যাকের, নওশিন, নাসিম, জয় শাহরিয়ার, মুক্তি, মম, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।
এর আগে বাদ জোহর তাজিনের জানাজা নামাজে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল ইসলাম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, নির্মাতা বদরুল আলম সৌদ, অভিনেতা সিদ্দিকুর রহমান, উপস্থাপক আনজাম মাসুদ, প্রযোজক সৈয়দ ইরফান উল্লাহ প্রমুখ।
দাফন শেষে আহসান হাবিব নাসিম আগামী ২৫ মে বিকাল চারটায় শিল্পী সংঘের অফিসে তাজিন আহমেদের স্মরণ সভায় সব কলাকুশলীদের উপস্থিত থাকতে অনুরোধ জানান।
উল্লেখ্য, গতকাল (২২ মে) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার এক হাসপাতালে মারা যান তাজিন আহমেদ।
আরও পড়ুন:
Comments