হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভিলিয়ার্স
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এভিডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলে যাওয়ার চার দিন পর আকস্মিকভাবে তার এই সিদ্ধান্ত এল।
একটি ভিডিও পোস্ট করে ৩৪ বছর বয়সী এই বিধ্বংসী ব্যাটসম্যান বলেন, ‘আমি ক্লান্ত। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলব না।’
ভিলিয়ার্সকে মনে করা হয় দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। বুধবার তিনি বলেন অনেক হয়েছে এখন অন্যদের দায়িত্ব নেওয়ার পালা, ‘১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছি। এখন ছেড়ে দেওয়ার পালা, অন্যরা দায়িত্ব নিক। আমি আমার কাজ সেরেছি, বিশ্বাস করুন আমি ক্লান্ত।’
‘এটা কঠিন সিদ্ধান্ত। আমি অনেক চিন্তা করেছি এবং বুঝতে পেরেছি ছন্দে থাকার সময়েই সরে যাওয়া উচিত। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ দুই সিরিজ জয় পর মনে হচ্ছে, সরে যাওয়ার এটাই সেরা সময়।’
Comments