বিশ্বকাপে জার্মানদের নেতৃত্ব পেতে পারেন মুলার

Manuel Neuer & Thomas Müller
অনুশীলনে মুলার ও নয়ার। ছবি: এএফপি

জাতীয় দলেরতো বটেই ক্লাবেও সতীর্থ ম্যানুয়েল নয়ার ও থমাস মুলার। দু’জনের মধ্যে বন্ধুত্বটাও বেশ গভীর। ব্রাজিল বিশ্বকাপ জয়ে বড় অবদান দু’জনেরই। এবারও রাশিয়ায় কাঁধে কাঁধ মিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামার কথা। কিন্তু গত ছয় মাস ধরেই চোটে ভুগছেন এই গোলরক্ষক। বিশ্বকাপের আগে সুস্থ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। তাই অধিনায়ক নয়ারের জায়গায় জার্মানদের নেতৃত্বটা দিতে হতে পারে মুলারকে।

গত ১৬ সেপ্টেম্বর বুন্দাসলিগার ম্যাচে ম্যাইঞ্জের বিপক্ষে ইনজুরিতে পড়েন নয়ার। এরপর থেকেই মাঠের বাইরে। চোট কাটিয়ে ফিরলেও ম্যাচ অনুশীলন ছাড়া বিশ্বকাপের মতো আসরে খেলে কতোটা কার্যকরী তা নিয়েই সংশয় তো থাকছেই। তাই শেষ মুহূর্তে তাকে দলে নাও দেখা যেতে পারে। আর এমনটা হলে রাশিয়া বিশ্বকাপে জার্মানদের নেতৃত্ব থমাস মুলারই দেবেন বলে জানিয়েছেন দলের কোচ জোয়াকিম লো।

জার্মান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লো বলেছেন, ‘অধিনায়ক হিসেবে থমাস (মুলার) দারুণ কাজ করতে পারবে বলেই আমার বিশ্বাস। কারণ তার সঙ্গে দলের সবার খুব ভালো সম্পর্ক রয়েছে। এমনকি খুব গুরুগম্ভীর সময়েও সে মজা করতে ছাড়ে না।’

তবে এখনি নয়ারকে পাওয়ার আশা ছাড়ছেন না লো। তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানালেন তিনি, ‘আমি খুবই আশাবাদী নয়ারের পুনর্বাসন প্রক্রিয়ায়। অনুমান করছি শেষ মুহূর্তে সে ঠিকই এটা করে ফেলবে। সম্পূর্ণ ফিট হয়েই সে রাশিয়ায় যাবে অন্যথায় নয়। এমন না যে সে অধিনায়ক হিসেবে দলে থাকবে আর সাইড বেঞ্চে বসে বসে সময় কাটাবে।’

ব্রাজিল বিশ্বকাপে ৫টি গোল দিয়ে গোল্ডেন বুট জিতেছিলেন মুলার। সঙ্গে ৩টি গোলে অ্যসিস্টও করেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও ৫টি গোল করছেন। তাই সব আসর মিলিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ডের সামনে এ খেলোয়াড়। বিশ্বকাপে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ডটি অবশ্য এক জার্মানেরই। ১৬টি গোল দিয়ে গত বিশ্বকাপেই ব্রাজিলের রোনাল্ডোর রেকর্ড ভেঙেছিলেন মিরাস্লাভ ক্লোসা।

 

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago