হাইকোর্টের রুল: বিদ্যুতের দাম বৃদ্ধি কেন অবৈধ নয়?
পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
গত বছরের ২৩ নভেম্বর বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্ট আজ এই রুল জারি করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন ২৩ মে এই রিট আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, আইনের ব্যত্যয় ঘটিয়ে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল এনার্জি রেগুলেটরি কমিশন।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি করে রুল জারি করেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এর চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে রুলের জবাব দিতে হবে।
Comments