আফজাল হোসেনের ঘটক সুবর্ণা মুস্তাফা!

Afzal Hossain and Suborna Mustafa
‘নূরুল আলমের বিয়ে’ নাটকে জনপ্রিয় অভিনয়জুটি আফজাল হোসেন এবং সুবর্ণা মুস্তাফা। ছবি: সংগৃহীত

নাটকের জনপ্রিয় জুটি আফজাল হোসেন এবং সুবর্ণা মুস্তাফা। অনেকদিন পর আবারও একসঙ্গে অভিনয় করলেন তাঁরা দুজন। বদরুল আনাম সৌদের রচনা এবং আরিফ খানের পরিচালনায় নাটকটির নাম ‘নূরুল আলমের বিয়ে’।

ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন এটিএন বাংলায় রাত সাড়ে ৮টায় প্রচার করা হবে নাটকটি।

নাটকে নূরুল আলমের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। আর সুবর্ণা মুস্তাফাকে দেখা যাবে মহিলা ঘটকের চরিত্রে।

নাটকের গল্পে রয়েছে- নূরুল আলম দীর্ঘদিন ধরে বিপত্নীক। দুই ছেলে তাঁর- দুজনেই থাকেন দেশের বাইরে। এর মাঝে কখনো কখনো নিজের একজন জীবনসঙ্গীর অভাব বোধ করলেও বয়সের কারণে কাউকে কখনো বলে উঠতে পারেননি কথাটা। তবে প্রবাসী ছেলেদের জোরাজুরিতে বিয়ে করতে রাজি হন তিনি।

এরপর, নূরুল আলম দ্বারস্থ হন এক মহিলা ঘটকের। ভীষণ দজ্জাল আর মুখরা স্বভাবের মহিলা। নূরুল আলম সাহেব তাঁরই প্রেমে পড়ে গেলেন। তাঁকেই বিয়ে করার কথা ভাবতে লাগলেন। এ নিয়ে ঘটতে থাকে মজার কিছু ঘটনা।

Comments

The Daily Star  | English
Speaker Shirin Sharmin Chaudhury resigns

How could fugitive ex-Speaker submit biometrics for passport?

The question arises, if the passport employees got a trace of Shirin Sharmin then how come the police did not?

56m ago