পায়ের আঙুলের চোটে বিশ্রামে মোস্তাফিজ

আইপিএল খেলে দেশে ফেরার পর শনিবার অনুশীলন ম্যাচও খেলেন মোস্তাফিজুর রহমান। তাকে কয়েক ওভার বল করতেও দেখা গেছে। তবে সেদিন মোস্তাফিজকে দেখে সম্পূর্ণ ফিট মনে হয়নি ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ। আইপিএলে পায়ের আঙুলে চোট পাওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আফগানিস্তান সিরিজের আগেই দলের সেরা পেসারের ফিট হয়ে উঠার আশা ওয়ালশের।
Mostafizur Rahman
শনিবার অনুশীলনে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ। ছবি: বিসিবি

আইপিএল খেলে দেশে ফেরার পর শনিবার অনুশীলন ম্যাচও খেলেন মোস্তাফিজুর রহমান। তাকে কয়েক ওভার বল করতেও দেখা গেছে। তবে সেদিন মোস্তাফিজকে দেখে সম্পূর্ণ ফিট মনে হয়নি ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশের। আইপিএলে পায়ের আঙুলে চোট পাওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আফগানিস্তান সিরিজের আগেই দলের সেরা পেসারের ফিট হয়ে উঠার আশা ওয়ালশের।  

আফগানিস্তান সিরিজ সামনে রেখে রোববার সংবাদ সম্মেলনে মোস্তাফিজের চোটের খবর নিজ থেকেই দেন ওয়ালশ। আইপিএলের পর মোস্তাফিজকে দেখে কি মনে হচ্ছে এই প্রশ্নে ওয়ালশ জানান, 'এই মুহূর্তে ওর পায়ের সামনের দিকে সামান্য সমস্যা আছে। আইপিএলে সে পায়ের আঙুলে একটু চোট পেয়েছে। গতকাল এসে সে যখন রিপোর্ট করল, তখন তাকে পুরো ফিট মনে হয়নি। আশার কথা হলো, এটা কাঁধের চোট নয়, স্রেফ পায়ের সামনে একটু লেগেছে।' 

চোট থেকে সেরে উঠতে দুদিন বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজকে। ওয়ালশের আশা এতেই সব ঠিকঠাক হয়ে দলের সঙ্গেই বিমান ধরতে পারবেন তিনি, 'আমরা ওকে দুদিনের বিশ্রাম দিয়েছি। আমরা চাই, ভারতে সে নিজের সেরাটা দিক। সে অনেক উন্নতি করেছে। নিজের শক্তি ফিরে পেয়েছে। বলের গতিও বাড়ছে। আমার মনে হয় সে ভারতে ভালো করবে।' 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কেবল মোস্তাফিজ নয় সবার কাছ থেকেই অবশ্য কিছু না কিছু চেয়েছেন ওয়ালশ, 'বোলারদের এগিয়ে আসতে হবে, শুধু রুবেল বা ফিজ নয়। যে পেস বোলারকেই ব্যবহার করা হবে, আমরা চাই তারা ভালো করুক। স্পিনারদেরও ধারাবাহিক হতে হবে।'

আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ জুন। সিরিজের বাকি দুই ম্যাচ ৫ ও ৭ জুন। বাংলাদেশ দল দেশ ছাড়বে ২৯ মে। 

Comments

The Daily Star  | English
PSC question leaks

PSC question paper: Probe body finds no evidence of leaks

AN investigation committee by the Public Service Commission (PSC) to probe allegations of question paper leak has found no evidence of such incident

52m ago