পাকিস্তানিদের পেস সইতে পারল না ইংল্যান্ড

ইনিংস হার এড়িয়ে ম্যাচ বাঁচানোর আশা জাগিয়েছিল ইংল্যান্ড। কিন্তু লর্ডস টেস্টের চতুর্থ দিন নেমে তাদের সেই আশায় গুড়েবালি করে দিয়েছেন দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আব্বাস। ইংলিশদের পেসের ঝাঁজে কাবু করে চারদিনেই ম্যাচ জিতে নিয়েছে সফরকারীরা।

ইনিংস হার এড়িয়ে ম্যাচ বাঁচানোর আশা জাগিয়েছিল ইংল্যান্ড। কিন্তু লর্ডস টেস্টের চতুর্থ দিন নেমে তাদের সেই আশায় গুড়েবালি করে দিয়েছেন দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আব্বাস। ইংলিশদের পেসের ঝাঁজে কাবু করে চারদিনেই ম্যাচ জিতে নিয়েছে সফরকারীরা। 

রোববার চতুর্থ দিনে আমির-আব্বাস আগুনে বোলিংয়ে ইংলিশদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন ২৪২ রানে। অল্প রানের লক্ষ্য পেয়ে ১ উইকেট হারিয়েই জিতে যায় সরফরাজ আহমেদের দল। দ্বিতীয় ইনিংসে ৪টি করে উইকেট নেন আমির ও আব্বাস। প্রথম ইনিংস ৪ টি করে উইকেট নিয়েছিলেন আব্বাস ও হাসান আলি। 

ইংল্যান্ডের মাঠে বরাবরই ভালো করা পাকিস্তান টেস্টের প্রথম দিনেই ইঙ্গিত দিয়ে রেখেছিল এমন কিছুর। মোহাম্মদ আমির আর হাসান আলির তোপে ইংল্যান্ডকে মাত্র ১৮৪ রানে গুটিয়ে দিয়ে নিজেরা করেছে পরিণত ব্যাটিং। 

ইংলিশ পেসারদের সমলে ৩৬৩ রান করে নেয় ১৭৯ রানের বড় লিড। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়া স্বাগতিকরা ১০৪ রানেই হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। জেগেছিল ইনিংস হারের শঙ্কা। সেখান থেকে দলকে বাঁচান জস বাটলার ও জেসন বেস। তবে ইনিংস হার এড়ালেও বেশি দূর যেতে পারেননি তারা। মাত্র ৬৪ রানের লক্ষ্য পেয়ে কেবল আজহার আলির উইকেট হারিয়ে জয়ে পৌঁছায় পাকিস্তান। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৪

পাকিস্তান ১ম ইনিংস: ৩৬৩

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: (আগের দিন ২৩৫/৬) ৮২.১ ওভারে ২৪২ (বাটলার ৬৭, বেস ৫৭, উড ৪, ব্রড ০, অ্যান্ডারসন ০*; আমির ৪/৩৬, আব্বাস ৪/৪১, ফাহিম ০/৩১, হাসান ০/৫৮, শাদাব ২/৬৩)

পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৬৪) ১২.৪ ওভারে ৬৬/১ (আজহার ৪, ইমাম ১৮*, সোহল ৩৯*; অ্যান্ডারসন ১/১২, ব্রড ০/১৩, বেস ০/২৯, উড ০/৭)

ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আব্বাস

Comments