এবার সঞ্চালকের আসনে প্রসেনজিৎ

Prosenjit Chatterjee
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: স্টার

‘কে হবে বাংলার কোটিপতি’- জনপ্রিয় হিন্দি রিয়েলিটি-শোর এই বাংলা সংস্করণের সঞ্চালক হিসেবে ছোট-পর্দায় আসছেন বড় পর্দার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অভিনেতা হিসেবে তুমুল জনপ্রিয় ‘বুম্মা দা’ তথা প্রসেনজিৎ এবার সঞ্চালকের ভূমিকায় কতটা জনপ্রিয় হতে পারেন- বাংলার কৌতূহলী টিভি দর্শকরা ‘কে হবেন কোটিপতি’-র সঙ্গে সেটিও দেখে নিবেন বৈকি।

এর আগে টিআরপিতে শীর্ষে থাকা এই শোর সঞ্চালক হিসেবে দেখা গিয়েছিল ‘বাংলার দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বাইশ গজের বাইরে প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক অবশ্য সঞ্চালক হিসেবে কতটা জনপ্রিয়- সেটি নতুন করে আর বলার অপেক্ষা রাখে না।

তবে আগে যে বাংলা চ্যানেলটিতে এই অনুষ্ঠানের সম্প্রচার হতো; এবার সেটিও বদলে অন্য চ্যানেলে যাওয়ায় সঞ্চালকের আসনেও ব্যক্তির পরিবর্তন হয়েছে বলে জানা গিয়েছে।

আগামী ১৬ জুলাই থেকে কলকাতার কালার্স বাংলা চ্যানেলে সোম থেকে শুক্রবার প্রতিদিন বাংলাদেশ সময় রাত সাড়ে নটা এবং ভারতীয় সময় নটায় দেখা যাবে ‘কে হবে বাংলার কোটিপতি’।

গতকাল (২৮ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের নির্মাতা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এবার দুই বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঞ্চালকের আসনে বসছেন।

Comments