তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে মোস্তাফিজ
আইপিএলে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়া মোস্তাফিজুর রহমান অন্তত তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। ফলে তাকে পাওয়া যাচ্ছে না আফগানিস্তান সিরিজে।
মঙ্গলবার সকালে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত গেছে বাংলাদেশ। তাতে ছিলেন না মোস্তাফিজ। সোমবার রাতেই বিসিবি জানায় দলের সঙ্গে যাচ্ছেন না এই পেসার। মঙ্গলবার আরও পরীক্ষা নিরিক্ষী করে জানা যায়, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম মোস্তাফিজের ইনজুরির হালনাগাদ গণমাধ্যমকে জানান, ‘মোস্তাফিজের বাম পায়ের বুড়ো একটা ফ্র্যাকচার ধরা পড়েছে। আমাদের মেডিকেল টিম পরীক্ষার পর জানিয়েছে অন্তত তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। দুই সপ্তাহ থাকবে সম্পূর্ণ বিশ্রামে। দুই সপ্তাহ পর শুরু হবে পুনর্বাসন।'
এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে বাম পা দিয়ে বল ঠেকাতে গিয়ে ব্যথা পান মোস্তাফিজ। দেশে ফেরার পর সেখানে সামান্য সমস্যা দেখতে পান ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ। তবে চোট নিয়েই শনিবার মিরপুরে অনুশীলন ম্যাচ খেলেছিলেন তিনি। রোববার সংবাদ সম্মেলনে চোট গুরুতর নয় বলে জানিয়েছিলেন ওয়ালশ।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ৩ জুন। ৫ ও ৭ জুন হবে পরের দুই ম্যাচ। বিসিবি জানিয়েছে দুএকদিনের মধ্যেই মোস্তাফিজের বদলির নাম ঘোষণা করা হবে।
Comments