রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ৩০ জুলাই
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন এই তিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। মনোনয়ন যাচাইবাছাই হবে ১ ও ২ জুলাই। আর প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
আজ দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে এই সিদ্ধন্ত হয়েছে বলে সাংবাদিকদের জানান কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমদ।
আসন্ন এই তিন সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার কথাও জানিয়েছেন তিনি।
Comments