অভিনয় করে প্রতি মিনিটে ৪ কোটি টাকা!

অস্কারবিজয়ী পরিচালক ড্যানি বয়েল হাত দিয়েছেন জেমস বন্ড সিরিজের ২৫তম কিস্তি তৈরি করার কাজে। সেই পর্বে অভিনয় করবেন ড্যানিয়েল ক্রেইগ। তিনি ছবিটির শুটিং করবেন আগামী ডিসেম্বরে- এসব খবর পুরনো হলেও নতুন খবর হচ্ছে- ‘বন্ড ২৫’-এ অভিনয়ের জন্যে আর সব ‘বন্ড’-এর চেয়ে অনেক অনেক বেশি টাকা পাচ্ছেন ক্রেইগ।
Daniel Craig
জেমস বন্ড-খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। ছবি: এপি ফাইল ফটো

অস্কারবিজয়ী পরিচালক ড্যানি বয়েল হাত দিয়েছেন জেমস বন্ড সিরিজের ২৫তম কিস্তি তৈরি করার কাজে। সেই পর্বে অভিনয় করবেন ড্যানিয়েল ক্রেইগ। তিনি ছবিটির শুটিং করবেন আগামী ডিসেম্বরে- এসব খবর পুরনো হলেও নতুন খবর হচ্ছে- ‘বন্ড ২৫’-এ অভিনয়ের জন্যে আর সব ‘বন্ড’-এর চেয়ে অনেক অনেক বেশি টাকা পাচ্ছেন ক্রেইগ।

শুটিং শুরুর আগেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে জেমস বন্ডের নতুন কিস্তিতে অভিনয়ের জন্যে ড্যানিয়েল ক্রেইগকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছে ৫০ মিলিয়ন পাউন্ড বা সাড়ে ৫০০ কোটি টাকার বেশি।

ছবিটি ২ ঘণ্টা ২০ মিনিটের হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মানে পর্দায় প্রতি মিনিটের জন্যে ক্রেইগকে দেওয়া হচ্ছে প্রায় চার কোটি টাকা।

২০১৫ সালের জেমস বন্ড কিস্তির ২৪তম পর্ব ‘স্পেকট্রা’-তে অভিনয় করে ক্রেইগ পেয়েছিলেন ৩৭ মিলিয়ন পাউন্ড বা ৪০০ কোটি টাকার ওপরে।

এর ফলে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স-এর ‘জিরো জিরো সেভেন’ কোডধারী বিখ্যাত গোয়েন্দা জেমস বন্ডের নাম ভূমিকায় অভিনয়কারী সব অভিনেতার পারিশ্রমিককে ছাড়িয়ে যাবেন ক্রেইগ।

১৯৬২ সালে শুরু হওয়া বন্ড সিরিজের সাতটি পর্বে অভিনয় করে রজার মৃর পেয়েছিলেন ১৭ মিলিয়ন পাউন্ড করে। ছয়টি পর্বে অভিনয় করে শন কনারি পেয়েছিলেন সাত মিলিয়ন পাউন্ড করে। দুটি পর্বে অভিনয় করে টিমোথি ড্যালটন পেয়েছিলেন চার মিলিয়ন পাউন্ড করে। সেই হিসাবে ক্রেইগের ৫০০ মিলিয়ন পাউন্ড একটি নতুন রেকর্ড বটে।

উল্লেখ্য, সিরিজের নতুন ছবিটি আগামী বছরের শরতে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

51m ago