আইপিএল খেলে মোস্তাফিজের বারবার চোট, বোর্ড সভায় তুলবেন আকরাম

প্রথমবার আইপিএল খেলেও চোটে পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। পরের বছর চোট শঙ্কাতেও গিয়ে খেলেছেন এক ম্যাচ। এবার আবারও আইপিএল খেলে বাঁধিয়েছেন চোট। ফলে খেলতে পারছেন না আফগানিস্তান সিরিজে। এই ব্যাপারটি গুরুতর হিসেবে দেখছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।
akram khan
ফাইল ছবি

প্রথমবার আইপিএল খেলেও চোটে পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। পরের বছর চোট শঙ্কাতেও গিয়ে খেলেছেন এক ম্যাচ। এবার আবারও আইপিএল খেলে বাঁধিয়েছেন চোট। ফলে খেলতে পারছেন না আফগানিস্তান সিরিজে। এই ব্যাপারটি গুরুতর  হিসেবে দেখছেন ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান। 

মঙ্গলবার আফগানিস্তান সিরিজ খেলতে ভারতে গেছে বাংলাদেশ দল। চোটে পড়ে তাতে থাকতে পারেননি মোস্তাফিজ। ওই দিনই জানা যায় অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে চলে গেছেন তিনি। আফগানিস্তান সিরিজে মোস্তাফিজকে না পাওয়া অনেক বড় ধাক্কা আকরামের কাছে,  ‘সে আমাদের দলে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশেষ করে টি–টোয়েন্টিতে। ও ছিটকে পড়ায় আমাদের পেস বোলিংয়ে শক্তি অনেক কমে গেছে। ইনিংসের শুরুর দিকে এক–দুই ওভার পরে কিংবা ডেথ ওভারে ওর ওপর আমরা অনেক ভরসা করি। শেষ মুহূর্তে আমরা অনেক বড় ধাক্কা খেয়েছি।’

এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সাত ম্যাচ খেলেন মোস্তাফিজ। শেষ ম্যাচে বাম পা দিয়ে বল ঠেকাতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান এই পেসার। দেশের ফেরার পরও টের পাননি ইনজুরির মাত্রা। শনিবার ওই চোট সঙ্গে নিয়েই খেলেছেন অনুশীলন ম্যাচ। পরে এক্স-রে ও সিটি স্ক্যান করার পর ধরা পড়ে ফ্র্যাকচার।

ফ্রেঞ্চাইজি ক্রিকেট খেলে চোটে পড়ে জাতীয় দলের খেলায় থাকতে না পারা ভাবাচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানকে। তাই তিনি এটা বোর্ড সভায় আলোচনার জন্য তুলবেন বলে জানিয়েছেন, ‘এবার আমরা অনেক সিরিয়াসলি চিন্তা করব। এর আগে সে ইনজুরি নিয়ে ফিরেছে, বাংলাদেশ ক্রিকেট সাফার করেছে। এবারও একই সমস্যা। এটা বোর্ড মিটিংয়ে তোলা হবে। এটা নিয়ে সিরিয়াস হব, কোন খেলোয়াড়কে খেলতে দেব আর কোন খেলোয়াড়কে খেলতে দেব না। এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago