মোস্তাফিজ না থাকাতেও ইতিবাচক দিক দেখছেন সাকিব

টি-টোয়েন্টি সংস্করণে দলের সেরা বোলার মোস্তাফিজুর রহমানকে না পাওয়া দলের জন্য একট ধাক্কা হলেও এতেও ইতিবাচক দিক দেখছেন সাকিব আল হাসান।
Shakib Al Hasan
ফাইল ছবি

টি-টোয়েন্টি সংস্করণে দলের সেরা বোলার মোস্তাফিজুর রহমানকে না পাওয়া দলের জন্য একট ধাক্কা হলেও এতেও ইতিবাচক দিক দেখছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের মতে,বাকি বোলারদের এখন সুযোগ কিছু একটা করে দেখানোর।

বৃহস্পতিবার সকালে আফগানিস্তান সিরিজ খেলতে ভারতের বিমান ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এবার আইপিএলে সাকিবের মতই খেলেছেন মোস্তাফিজ। সাকিব সবগুলো ম্যাচ খেললেও মোস্তাফিজ জায়গা পাননি নিয়মিত, তবে সেখানেই বাঁধিয়েছেন চোট। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে বাম পা দিয়ে বল ঠেকাতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান এই পেসার। আইপিএল খেলে সাকিব যেদিন দেশে ফিরেন তখনো ছিল না মোস্তাফিজের চোট নিয়ে শঙ্কা। তবে ব্যথা বেড়ে যাওয়ায় পরীক্ষার পর ধরা পড়ে ফ্র্যাকচার। অন্তত তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে এই পেসার।

দলের সেরা বোলিং অস্ত্রকে হারিয়েও সেখান থেকে ইতিবাচক দিক খুঁজছেন অধিনায়ক,‘স্বাভাবিক আমাদের দলের সেরা টি-টোয়েন্টি বোলার না থাকা আমাদের জন্য বেশ কঠিন। কিন্তু এটা কিন্তু একটা সুযোগও অন্য বোলারদের, কিংবা অন্য আরেকজন খেলোয়াড়ের। যার সুযোগটা হবে সে যেন ভালোভাবে কাজে লাগাতে পারে। সেটাও তার জন্য বড় সুযোগ আমি মনে করি।’

সিরিজ খেলতে বাংলাদেশ দল দেরাদুন পৌঁছায় ২৯ মে। তার দুদিন পর যোগ দিচ্ছেন সাকিব। বিশ্ব একাদশের হয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ রাতে টি-টোয়েন্টি ম্যাচ খেলে সরাসরি দেরাদুনে যোগ দেবেন তামিম ইকবাল। মোস্তাফিজের বিকল্প হিসেবে শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন পেস অলরাউন্ডার আবুল হাসান রাজু।

মোস্তাফিজ না থাকলেও বাকি সবাই থাকায় সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী সাকিব, তবে শুরুটার দিকে বাড়তি নজর তার, ‘লক্ষ্য তো সিরিজ জেতা তবে আমরা চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ খেলার। প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। যদি ভালো শুরু করতে পারি মোমেন্টাম আমাদের দিকে থাকবে। পরের দুই ম্যাচ আমি মনে করি আমাদের জন্য বেশ সহজ হবে।’

৩, ৫ ও ৭ জুন দেরাদুনেই হবে সবগুলো ম্যাচ। শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

Comments