ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পায়নি তামিমদের বিশ্ব একাদশ

হারিকেন রিলিফ টি-টোয়েন্টি ম্যাচে অবশিষ্ট বিশ্ব একাদশকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চ্যারেটি ম্যাচ হওয়ায় অনেকটা হালকা মেজাজের ম্যাচে রান পাননি তামিম ইকবাল। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে আরও একবার বিদায় জানিয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি।
ছবি: লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের টুইটার থেকে

হারিকেন রিলিফ টি-টোয়েন্টি ম্যাচে অবশিষ্ট বিশ্ব একাদশকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চ্যারেটি ম্যাচ হওয়ায় অনেকটা হালকা মেজাজের ম্যাচে রান পাননি তামিম ইকবাল। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে আরও একবার বিদায় জানিয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি।

বৃহস্পতিবার রাতে লর্ডসে একপেশে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৭২ রানের বিশাল ব্যবধানে। কার্লোস ব্র্যাথওয়েটদের করা ১৯৯ রান তাড়ায় নেমে ২০ বল আগে ১২৭ রানে গুটিয়ে যায় বিশ্ব একাদশ।

আন্তর্জাতিক মর্যাদার ম্যাচ হলেও এই ম্যাচে মানা হয়নি আন্তর্জাতিক সব নিয়ম। খেলা চলা অবস্থায় মাইক্রোফোন হাতে মাঠের ভেতর দাঁড়িয়ে ধারাভাষ্য দিতে দেখা গেছে নাসের হোসেইনকে। কোন বলের পর তাৎক্ষণিকভাবে তিনি খেলোয়াড়দের সঙ্গেও কথা বলছিলেন। ব্যাটসম্যানদের মধ্যে রানার প্রথা অনেক আগে উঠে গেলেও আফ্রিদিকে দেখা গেছে রানার নিয়ে খেলতে।

দুদলের খেলোয়াড়রা অবশ্য ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। মাঠের খেলায় সবাই সিরিয়াস থাকলেও ফল নিয়ে খুব একটা তাড়না দেখা যায়নি।

ছবি: আইসিসির টুইটার থেকে
টস জিতে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিয়ানরা শুরুটা করে ঝড়ো। তবে সেই ঝড়ের একক কৃতিত্ব এভিন লুইসের। অপরপ্রান্তে ক্রিস গেইল যেন ছিলেন ঘুমিয়ে। লুইসের ২৬ বলে ৫৮ রানের পাশে গেইলের রান ২৮ বলে ১৮!

রান পেয়েছেন মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন। শেষদিকে তান্ডব দেখিয়েছেন আন্দ্রে রাসেল। তিনজন লেগ স্পিনার নিয়ে খেলা বিশ্ব একাদশের সেরা বোলার রশিদ খান ২ উইকেট নিতে খরচ করে ফেলেন ৪৮ রান।

বিশাল রান তাড়ায় শুরুতেই ফিরে যান তামিম। আন্দ্রে রাসেলের বলে পয়েন্টে তার অবিশ্বাস্য ক্যাচ হাতে জমান লুইস। একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে তামিমদের দল। ৮ রানেই পড়ে যায় ৪ উইকেট। ৪৫ রানে গিয়ে ৫টি। চরম বিপর্যয়ের মধ্যে খেলেছেন কেবল শ্রীলঙ্কান থিসিরা পেরেরা। তার ৩৭ বলে ৬১ রান তিন অঙ্কে নিয়েছে বিশ্ব একাদশের ইনিংস।

এই ম্যাচ থেকে পাওয়া অর্থ দিয়ে হারিকেন আরমা ও মারিয়ায় ক্ষতি হওয়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাঁচ স্টেডিয়ামের উন্নয়নে ব্যবহার করা হবে। 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৯/৪ (গেইল ১৮, লুইস ৫৮, ফ্লেচার ৭, স্যামুয়েলস ৪৩, রামদিন ৪৪*, রাসেল ২১*; ম্যাকক্লেনাগান ০/৩১, মিলস ০/১৩, মালিক ১/৩১, থিসারা ০/২৭, রশিদ ২/৪৮, আফ্রিদি ১/৩৪, লামিছানে ০/১২)

বিশ্ব একাদশ: ১৬.৪ ওভারে ১২৭ (তামিম ২, রনকি ০, বিলিংস ৪, কার্তিক ০, মালিক ১২, থিসারা ৬১, আফ্রিদি ১১, রশিদ ৯, ম্যাকক্লেনাগান ৯, লামিছানে ৪*, মিলস আহত অনুপস্থিত; বদ্রি ২/৪, রাসেল ২/২৫, উইলিয়ামস ৩/৪১, পল ১/২৪, ব্র্যাথওয়েট ১/১৪, নার্স ০/১১)

 

Comments