সিরাজগঞ্জ ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

সিরাজগঞ্জ ও নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও আরও ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে চারজন ও নীলফামারীতে দুজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ ও নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও আরও ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে চারজন ও নীলফামারীতে দুজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জে গত রাত সোয়া ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সায়দাবাদ এলাকায় সংযোগ সড়কে একটি বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও ১৫ জন হন। বাসটি ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিল।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলমকে উদ্ধৃত করে বাংলা দৈনিক প্রথম আলোর খবরে এই তথ্য জানানো হয়েছে।

ওসি বলেন, নিহতদের মধ্যে দুজন বাসযাত্রী ও অপর দুজন কাভার্ড ভ্যানের চালক ও হেলপার।

এই দুর্ঘটনা আহত ১৫ জনকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে নীলফামারীর জলঢাকা উপজেলার ধয়েরা বাজার এলাকায় গতরাত ৩টার দিকে যশোদা পরিবহনের একটি বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুজন নিহত ও আরও দুজন আহত হন বলে ইউএনবির খবরে জানানো হয়।

জলঢাকা থানার ওসি সোহরাব হোসেন জানান, নিহতরা হলেন অটোরিকশার যাত্রী রহিম (৩২) ও আলম (৩৫)।

Comments