জি-৭ সম্মেলনে শেখ হাসিনাকে ট্রুডোর আমন্ত্রণ
বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সংগঠন জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডা সরকারের পক্ষ থেকে গতকাল জানানো হয়, জি-৭ সম্মেলনে একটি বিশেষ বর্ধিত সেশনে যোগ দেওয়ার জন্য ১৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে সরকার প্রধান, রাষ্ট্র প্রধান ও বেশ কয়েকটি দেশের আন্তর্জাতিক সংস্থার প্রধান রয়েছেন। আগামী ৯ জুন কানাডায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সাগরের পরিবেশ সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলে বসবাসকারী লোকজনের দুর্যোগ সহনশীলতা নিয়ে আলোচনা হবে বলে কানাডার প্রধানমন্ত্রীর অফিসের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কানাডা ছাড়া জি-৭ এর বাকি ছয় সদস্য হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি ও যুক্তরাজ্য।
বিশেষ সেশনে আমন্ত্রিতরা হলেন,
মরিসিও ম্যাক্রি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও জি২০ সভাপতি
শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী
জোভেনেল মইস, হাইতির প্রেসিডেন্ট ও ক্যারিবিয়ান কমিউনিটির (ক্যারিকম) সভাপতি
এন্ড্রিউ হোলনেস, জ্যামাইকার প্রধানমন্ত্রী
উহুরু কেনইয়াত্তা, কেনিয়ার প্রাসিডেন্ট
হিলদা হেইন, মারশাল আইল্যান্ডের প্রেসিডেন্ট
এরনা সোলবার্গ, নরওয়ের প্রধানমন্ত্রী
পল কাগামি, রুয়ান্ডার প্রেসিডেন্ট ও আফ্রিকান ইউনিয়নের সভাপতি
ম্যাকি সল, সেনেগালের প্রেসিডেন্ট
ড্যানি ফাউর, সেশ্যালের প্রেসিডেন্ট
সিরিল রামাফোসা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
নুয়েন জুয়ান ফুক, ভিয়েতনামের প্রধানমন্ত্রী
ক্রিস্টিন ল্যাগার্ড, আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক
হোসে এঞ্জেল গুরিয়া, অরগানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্টের মহাসচিব
আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব
ক্রিস্টালিনা জর্জিয়েভা, বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা
Comments