আবার একসঙ্গে তাঁরা

আসন্ন ঈদে জনপ্রিয় মডেল নোবেল আর অভিনেত্রী জাকিয়া বারী মমকে দেখা যাবে ‘অচেনা অতিথি’ নামের একটি নাটকে।
Nobel and Momo
নোবেল এবং জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে জনপ্রিয় মডেল নোবেল আর অভিনেত্রী জাকিয়া বারী মমকে দেখা যাবে ‘অচেনা অতিথি’ নামের একটি নাটকে।

রিয়াজুল আলম শাওনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।

সূত্র জানায়, নাটকটি আসছে রোজার ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে। এটি দেখানো হবে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৩৫ মিনিটে।

এর আগে নোবেল ও মম জুটি বাঁধেন ‘ছায়া’ নামের একটি নাটকে। বিপাশা হায়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছিলেন তানিয়া আহমেদ। সেই ধারাবাহিকতায় এবারও ঈদে জুটি হলেন মডেল নোবেল এবং অভিনেত্রী মম।

Comments

The Daily Star  | English
BNP call's hartal

BNP calls 48-hr blockade from Wednesday

BNP today announced a fresh 48-hour countrywide blockade from Wednesday morning

44m ago