মেসি না রোনালদো, কে সেরা? সাবেক ফুটবলারদের বিশ্লেষণ

কে সেরা? পেলে না ম্যারাডোনা। এই প্রশ্নের সমাধান আজও মেলাতে পারেননি ফুটবল বোদ্ধারা। এর জোয়ার শেষ হতে না হতে নতুন দ্বৈরথ; মেসি না রোনালদো, কে সেরা? কারণ এ দুই জনই যে দলের হয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন।
messi-ronaldo
অনুশীলনে মেসি ও রোনালদো। ছবি : রয়টার্স

কে সেরা? পেলে না ম্যারাডোনা। এই প্রশ্নের সমাধান আজও মেলাতে পারেননি ফুটবল বোদ্ধারা। এর জোয়ার শেষ হতে না হতে নতুন দ্বৈরথ; মেসি না রোনালদো, কে সেরা? কারণ এ দুই জনই যে দলের হয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন।

রাশিয়ায় আর কদিন পরেই নিজ নিজ দেশের হয়ে লড়াইয়ে নামবেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে ভক্তদের ঘুম নেই। নানা আলোচনার মধ্যে মেসি-রোনালদো কে সেরা এ আলোচনাও চলছে। কেউ মেসিকে এগিয়ে রাখেন। আবার কেউবা রোনালদোকে।

গত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। টুর্নামেন্টে গোল্ডেন বলও পেয়েছেন তিনি। রোনালদো বিশ্ব আসরে এমনটা করতে পারেননি। তবে ২০১৬ ইউরোর চ্যাম্পিয়ন তার দল। পিছিয়ে রাখার সুযোগ নেই কাউকেই। রাশিয়ায় আর্জেন্টিনা কিংবা পর্তুগাল চ্যাম্পিয়ন হলেই এ প্রশ্নের ইতি টানা হয়তো সম্ভব।

নির্দিষ্ট একজনকে এগিয়ে রাখতে গিয়ে ফুটবল ভক্ততো বটেই বোদ্ধাদেরও নানা ভাবে হিমশিম খেতে হয়। তবে এর মাঝেই সম্প্রতি ইউরোপের চার সাবেক ফুটবলার এ দুই তারকাকে নিয়ে নানা ধরণের বিশ্লেষণ করেছেন। তার ফলাফলটা তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য-

জুড়ি বোর্ড :

ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তী রায়ান গিগস, চেলসি নায়ক জিয়ানফ্রাঙ্কো জোলা, সাবেক ইংলিশ মিডফিল্ডার জারমেইন জেনাস এবং ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী গ্যারি লিনেকার।

যেভাবে তারা বিশ্লেষণ করেছেন…

স্কিল

মেসি ৪-০ রোনালদো

মজার ব্যাপার হলো স্কিলের ক্ষেত্রে চার জনই নিজেদের ভোট দিয়েছেন মেসিকে। এমনকি রোনালদোর এক সময়ের সতীর্থ গিগসও। তার ভাষায়, ‘ক্যারিয়ারের শুরুতে রোনালদোর স্কিল ভালো ছিলো। তবে কঠিন জায়গাগুলোতে এবং পায়ের কাছে ড্রিবলিং করতে মেসির জুড়ি নেই। আমার তাকেই বেছে নিবো।’

গোল

মেসি ০-৪ রোনালদো

আগের বারের ঠিক উল্টোটা। এবার লিনেকারও ভোট দিলেন রোনালদোকে, ‘দুইজনই খুব কাছাকাছি কিন্তু রোনালদো হেড দিয়ে অনেক গোল দেয়।’

রোনালদোর হেডের গোল দেওয়া প্রসঙ্গে লিনেকারের সঙ্গে গিগস যোগ করে বলেন, ‘এবং সে বিভিন্ন লিগে খেলেছে এবং আন্তর্জাতিক পর্যায়েও’

সেট পিস (ফ্রিকিক ও কর্নার)

মেসি ৩-১ রোনালদো

এবার জুড়িদের ভোট বিভক্ত হয়। গিগস ছাড়া বাকি সবাই অবশ্য এগিয়ে রাখেন মেসিকেই।

‘মেসি এই ক্ষেত্রে অনেক এগিয়ে’ – বলেন লিনেকার।

‘আমি রোনালদোর পক্ষেই যাব। কারণ আমি নিজ চোখে দেখেছি রোনালদো এটা নিয়ে অনুশীলনে কতটা কষ্ট করে’ – রোনালদোকে ভোট দেওয়ার যুক্তি দেখিয়ে গিগসের মন্তব্য।

টিম প্লেয়ার

মেসি ৪-০ রোনালদো

‘আমি মেসির পক্ষেই যাব’ সেট পিসে রোনালদোকে ভোট দেওয়া গিগসের মন্তব্য।

‘এটাতো আমার জন্য খুবই সহজ’ জারমেইন যোগ করেন, ‘আমি মেসির পক্ষেই যাব।’

বড় মুহূর্ত

মেসি ১-৩ রোনালদো

কঠিন। কারণ দুই খেলোয়াড়ই দলের হয়ে অনেক অনেক ট্রফি জিতেছেন। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের কারণে গিগসের ভোট যায় রোনালদোর পক্ষে, ‘আমি রোনালদোর পক্ষেই যাব।’

‘আমার কাছে মনে হয় এটা বেছে নেওয়া খুব কঠিন। তবে আমার মনে হয় না মেসির এখানে হোয়াইটওয়াশ হওয়া উচিৎ’ – যোগ করেন লিনেকার।

কিংবদন্তি

মেসি ৩-১ রোনালদো

কে মনে বড় ছাপ রেখে যাবে?

‘নিঃসন্দেহে রোনালদো দুর্দান্ত, দারুণ খেলোয়াড়। একজন দুর্দান্ত গোলস্কোরার। কিন্তু মেসি মনে আনন্দ দেয়’

‘একজনকে বাছা কঠিন, তবে যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডে আমরা সতীর্থ ছিলাম, তাই আমি রোনালদোর পক্ষেই যাব।’ – গিগস যোগ করেন।

সর্বশেষ স্কোর

মেসি ৪-২ রোনালদো

আপনি কি এর সঙ্গে একমত?

Comments