মেট্রোরেলের শেষ প্যাকেজের চুক্তি সই
মেট্রোরেলের প্রায় পাঁচ হাজার কোটি টাকার শেষ প্যাকেজের চুক্তি সই হয়েছে আজ (৩ জুন)। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, জাপানের মারুবেনি এবং ভারতের এল অ্যান্ড টি লিমিটেডের মধ্যে এই চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানটি আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
রাজধানীতে যান চলাচল আরও গতিশীল করতে এবং গণপরিবহন সেবাকে আরও উন্নত করতে ২২ হাজার কোটি টাকার এই উচ্চাবিলাসী প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর উত্তরা থেকে মতিঝিলে ৩৮ মিনিটে যাওয়া সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে কর্মদিনে সেই দূরত্ব পার হতে দুই ঘণ্টার মতো সময় লাগে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় প্রায় ৬০ হাজার যাত্রী দ্রুত সময়ের মধ্যে উত্তরা-মতিঝিল যাতায়াত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
Comments